আজকাল ওয়েবডেস্ক: ডিপফেক, সাম্প্রতিক সময়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের কাছে। বাড়িয়েছে উদ্বেগ। বারেবারেই সামনে এসেছে ডিপফেক-এর অপব্যবহার, এবং এই ডিপফেক-এর ভিডিওগুলি এমনভাবেই সামনে এসেছে, যেগুলি দেখে প্রাথমিকভাবে বোঝার উপায় থাকে না সেগুলি আদতে সত্যি নাকি মিথ্যে।
ডিপফেক নিয়ে যেমন আশঙ্কা বাড়ছে, তেমনই তা প্রতিরোধ নিয়ে চলছে আলোচনা। ডিপফেক সাধারণের জন্য ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? কঠোর বাস্তব বোঝাতে সংসদে নিজের নগ্ন ছবি তুলে ধরলেন মহিলা সাংসদ।
???????? MP HOLDS UP AI-NUDE OF HERSELF IN PARLIAMENT TO FIGHT DEEPFAKES
— Mario Nawfal (@MarioNawfal)
New Zealand politician Laura McClure held up an AI-generated nude of herself in Parliament to push a law against fake explicit images.
She made it at home to show how easy it is to create deepfakes that can ruin… pic.twitter.com/G74KLOoh7oTweet by @MarioNawfal
সাংসদ লৌরা ম্যাকলুরে। এর আগেও তিনি বারবার সরব হয়েছেন ডিপফেক নিয়ে। দাবি করেছেন এই উন্নত প্রযুক্তি একদিন সর্বনাশ ডেকে আনবে নিউজিল্যান্ডের। ডিপফেক রুখতে কঠোর আইন প্রণয়নের পক্ষে সওয়াল করেছেন তিনি। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে এবার ডিপফেক ব্যবহারে তৈরি করা নিজের নগ্ন ছবি দেশের সংসদে দেখালেন লৌরা।
