আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এক্সের সিইও ইলন মাস্ক। তাঁর মোট সম্পত্তির পরিমাণও সম্প্রতি ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। টেসলার শেয়ার মূল্যে তীব্র বৃদ্ধির কারণে মাস্কের সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৩১৪ বিলিয়ন ডলারে। চলতি বছর মাস্কের সম্পদের পরিমাণ বেড়েছে ৮৪.৭ বিলিয়ন ডলার। তবে এমন এক ব্যক্তি আছেন যিনি এই বছর আয় করেছেন মাস্কের থেকেও বেশি। অদ্ভুতভাবে তাঁর নাম এখনও বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তির তালিকায় আসেনি।
শেয়ার বাজারে টেসলার বৃদ্ধির পর বিশ্বের অন্যান্য ধনী ব্যক্তিদের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছেন মাস্ক। তাঁর পরে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৩০ বিলিয়ন ডলার। তবে মাস্কের সম্পদ এই বছর ৮৪.৭ বিলিয়ন ডলার বাড়লেও ২০২৪ সালে শীর্ষ আয়ের তালিকায় নেই তিনি। তাঁর জায়গায় শীর্ষ আয়ের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। তার মোট সম্পত্তির পরিমাণ এই বছর বেড়েছে ৮৪.৮ বিলিয়ন ডলার। তবে তাঁর মোট সম্পত্তির পরিমাণ এখন ১২৯ বিলিয়ন ডলার। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ১১তম স্থানে রয়েছেন তিনি।
এনভিডিয়া সম্প্রতি অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। এনভিডিয়ার মার্কেট ক্যাপ বর্তমানে ৩.৬২১ ট্রিলিয়ন ডলার এবং অ্যাপলের মার্কেট ক্যাপ ৩.৪৩০ ট্রিলিয়ন ডলার। জেনসেন হুয়াংয়ের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট এবং এলভিএমএইচের সিইও। তার মোট সম্পত্তি এই বছর ৩৫.৩ বিলিয়ন ডলার কমে গিয়ে এখন ১৭২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফলে তিনি বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন।
