আজকাল ওয়েবডেস্ক : প্রতিটি প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা সকলেই চান বোনাস পেতে। সেখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো প্রতিষ্ঠানগুলিতে যারা কাজ করেন তারা বেশ ভালো টাকাই বোনাস হিসাবে পেয়ে থাকেন। তবে অনেক প্রতিষ্ঠানে এমন থাকেন যারা বোনাসের কথা ভুলেও তাদের প্রতিষ্ঠানের কর্মীদের সামনে করেন না। যদি সেখানে তাদের অতিরিক্ত টাকা দিতে হয়, সেই ভয়ে তারা সেইপথে পা দেন না।
তবে এখানেই একটি অভিনব উদ্যোগ নিয়েছে মেটা। তারা কিছুদিন আগেই বহু কর্মীকে তাদের প্রতিষ্ঠান থেকে বাদ দিয়েছে। আর এবার তারা নতুন একটি নিয়মের কথা চিন্তাভাবনা করছে। সেখানে তারা মনে করছে প্রতিটি কর্মীকে একটি করে টার্গেট দিয়ে দেওয়া হবে। তারা যদি সেটি পূরণ করতে না পারেন তাহলে তাদেরকে ২০০ শতাংশ পর্যন্ত পর্যন্ত বোনাস দেবে। তবে এরপরই খারাপ খবরটি তাদের কানে আসবে। তাদেরকে মেটা থেকে চলে যেতে হবে। তাদেরকে একেবারে ঝেড়ে ফেলবে মেটা।
যদিও মেটা এই বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি। তবে মনে করা হচ্ছে বিষয়টি নিয়ে তাদের কর্তারা জরুরি আলোচনা করছেন। যদি সেখান থেকে সবুজ সঙ্কেত পাওয়া যায় তাহলে সেটা মেটার কর্তা মার্ক জুকারবার্গের কাছে যাবে। এরপর যদি তিনি সেটি পাস করে দেন তাহলে মেটায় কাজ করা প্রচুর কর্মীর চাকরি যাবে।
এবিষয়ে মেটার কর্মীরা রীতিমতো আতঙ্কে রয়েছেন। তারা মনে করছেন মেটা যদি তাদের সঙ্গে এই ধরণের একটি আচরণ করে তাহলে এরপর বাকি কোম্পানিগুলি এই পথে যাবে। সেখানে বিশ্বের প্রচুর মানুষের কাজ হারাবে। যেটা সঠিক নয়। মেটা যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তাকে দেখে উৎসাহ পাবে অন্য প্রতিষ্ঠানগুলিও।
কয়েকদিন আগেই মেটার বেশকিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বাকিদের সামনে রয়েছে টার্গেটের গেরো। যদি সেই গেরো না টপকাতে পারা যায় তাহলে তাদের কপালে কী রয়েছে সেই ভেবে তারা এখন থেকেই আতঙ্কিত।
