আজকাল ওয়েবডেস্ক : এই বিশ্ব নানা ধরণের অবাক করা পরিবেশ তৈরি করেছে। একবার ভেবে দেখুন দুটি দেশের মধ্যে আপনি স্কুবা ডাইভিং করছেন। আপনার চারিদিকে শুধু নীল জল। হাল্কা স্রোতের টান আপনাকে ভাসিয়ে রেখেছে। আর আপনি মনের আনন্দে নিজেকে ভাসিয়ে নিয়ে চলেছেন।
ইউরেশিয়া এবং নর্থ আমেরিকার মধ্যে এমন একটি জায়গায় তৈরি করা হয়েছে একটি বিশেষ পার্ক। সেখানে গিয়ে জলে ডুব দিলেই আপনার মনে হবে গোটা পৃথিবীর শান্তি যেন এখানে লুকিয়ে রয়েছে। চারিদিকে এত বেশি অক্সিজেন রয়েছে যে তার জেরে আপনার শরীর হবে সুস্থ।
১৫০ মিলিয়ন বছর আগে এখানে এই রকম একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। তারপর থেকে এখানে পর্যটক এই নীল জলের টানে এখানে ছুটে আসে। নিজেকে হারিয়ে ফেলে প্রকৃতির কোলে।
এই দুই মহাদেশ প্রতিবছর ২ সেন্টিমিটার করে সরে যায়। তবে সেটা বোঝা সম্ভব নয়। ইউনেস্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এই জায়গা ঘোষণা করা হয়েছে। এখানে মানুষ আসে শান্তির খোঁজে।
এখানে জল এতটাই পরিষ্কার যে আপনি ১০০ মিটার পর্যন্ত জলের নিচে কী রয়েছে সেটা দেখতে পাবেন। এখানে এসে ডুব দিতে খুব পছন্দ করেন সকলে। তবে এখানে জলের তাপমাত্রা কিন্তু ২ থেকে ৪ ডিগ্রি। তবে টানা বয়ে যাওয়ার জন্য সেই শীত আপনি অনুভব করতে পারবেন না।
