আজকাল ওয়েবডেস্ক: আপনার হয়তো মনে আছে আয়ুষ্মান খুরানার কমেডি ছবি ড্রিম গার্ল (২০১৯)- এর কথা। ছবিতে তিনি তাঁর কলসেন্টারে যারা ফোন করতেন তাঁদের মনোরঞ্জনের জন্য একজন নারী কণ্ঠ ব্যবহার করেছিলেন। বাস্তব জীবনের একটি গল্প, যা আশ্চর্যজনকভাবে একই রকম কিন্তু ভিন্ন, সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা ৪২ বছর বয়সী তিন সন্তানের জননী হলি জেন, কেবল ভয়েস মেসেজ রেকর্ড করে কোটি কোটি টাকা আয় করছেন। একটি সাধারণ ‘গুড মর্নিং’ বা ‘গুড নাইট’ এর জন্য ১,৭০০ টাকা চার্জ করে তিনি তাঁর কণ্ঠস্বরকে আশ্চর্যজনকভাবে লাভজনক কেরিয়ারে পরিণত করেছেন।
ওনলিফ্যানসে কন্টেন্ট তৈরি করেন হলি। তিনি জানিয়েছেন যে তাঁর নিজের উচ্চারণ একসময় ‘বোকা স্বর্ণকেশী আমেরিকান’ বলে সমালোচিত হয়েছিল। সেই কন্ঠস্বরই এখন তার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে। তিনি বলেন, “মানুষ আমাকে অবহেলা করেছিলেন, কিন্তু এটি আমার জন্য কাজ করে যায়। আমার কণ্ঠস্বর আজ আমার সমস্ত বিল পরিশোধ করে এবং এটা ভাবতে অবাক লাগে যে এত সহজ জিনিস আমার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
আরও পড়ুন: সন্তানের জন্ম দিলেই নতুন মাকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে সরকার, সুবিধা পাচ্ছেন ভারতীয় মহিলারাও
তাঁর আয় অবাক করার মতো। ইনস্টাগ্রামে ১৬ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। বিশেষ করে ব্রিটেন থেকে তাঁর অনলিফ্যানসে অনেক ভক্ত রয়েছেন। হলি শুধুমাত্র ভয়েস নোট থেকে প্রতি মাসে প্রায় ২০,০০০ ডলার (১৬.৬ লক্ষ টাকা) আয় করেন। তাঁর মোট মাসিক আয় ৮০,০০০ ডলার (৬৬ লক্ষ টাকা) পর্যন্ত হতে পারে। একটি ছোট শুভেচ্ছা বার্তার দাম ২০ ডলার (১,৬৬০ টাকা)। যেখানে ব্যক্তিগত বা উত্তেজনাপূর্ণ শুভেচ্ছা বার্তার দাম ১০০ ডলার পর্যন্ত হতে পারে। তিনি ৩০ সেকেন্ডের ক্লিপ রেকর্ড করেন, প্রায়শই প্রতিদিন ৬ থেকে ৮টি অনুরোধ পান ভিডিও রেকর্ড করার।
