আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষের যেমন অক্সিজেন লাগে ঠিক তেমনভাবে প্রতিটি জীবন্ত প্রাণীরও অক্সিজেন লাগে। অক্সিজেন ছাড়া জীবন সম্ভব নয়।


তবে অক্সিজেন ছাড়াও বেঁচে থাকা সম্ভব। যেখানে বহু যুগ ধরে অক্সিজেন নিয়ে এই ধারণা রয়েছে সেখানে এই নতুন চিন্তাধারা নতুনভাবে সকলকে অবাক করে দিয়েছে। বিশ্বের দরবারে এমনই অবাক করা আবিষ্কার সামনে এসেছে। 


ইজরায়েলের একটি দল এই গবেষণার সঙ্গে যুক্ত ছিল। তারা দেখেছে প্রতিটি প্রাণীর কোষকে ক্ষমতা দেয় অক্সিজেন। তবে কীভাবে এই প্রাণীরা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। এটি একটি প্যারাসাইট। নাম হল হিনিগুয়া সালমিনিকোলা। বায়োলজির সমস্ত নিয়মকে এই প্রাণী একেবারে ভুল বলে প্রামাণিত করে দিয়েছে। ফলে অবাক হয়েছে সকলেই।


এটি এমন এক ধরণের প্যারাসাইট যার অক্সিজেন দরকার হয় না। যদিও আগের গবেষণা থেকে দেখা গিয়েছে প্যারাসাইটরা অক্সিজেন ছাড়া থাকতে পারে না। তবে এই জাতের প্যারাসাইট অক্সিজেন ছাড়াই থাকতে পারে। 

 


এই প্যারাসাইট অনেকটা জেলিফিসের মতো দেখতে। তবে এটি জেলিফিসের প্রজাতির নয়। বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার নেই। এই তথ্য সামনে আসার পর বিজ্ঞানীরা কার্যত আকাশ থেকে পড়েছেন। তাহলে কীভাবে এরা জীবনীশক্তি পাচ্ছে। গবেষকরা জানিয়েছেন এদের দেহে এক ধরণের মাইটোকনড্রিয়া রয়েছে। এই মাইটোকনড্রিয়া এদের দেহকে শক্তি প্রদান করছে। প্রতিটি জীবের দেহে মাইটোকনড্রিয়া থাকে। তবে সেগুলি অক্সিজেন দ্বারা চালিত। 

 


তবে এই প্যারাসাইটের দেহে যে মাইটোকনড্রিয়া রয়েছে সেগুলি অক্সিজেন ছাড়াই একে শক্তি প্রদান করছে। ফলে বাইরে থেকে আর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। গবেষকরা মনে করছেন যদি এই প্রাণীরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে তাহলে অন্য প্রাণীদের দেহে এই ধরণের কার্যকারিতা তৈরি করা যেতে পারে।

 


জেলিফিস, কোরাল এবং সমুদ্রের নিচে থাকা গাছের মধ্যে এই প্যারাসাইট থাকে তাহলে এই ক্রিয়া যদি অন্য জীবের মধ্যে নিয়ে আসা হয় তাহলে সেখান থেকে অক্সিজেন ছাড়া বেঁচে থাকার নতুন দিক সামনে চলে আসবে।