আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের অনেক জায়গায় এখনও অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। কিন্তু এমন দেশও আছে যেখানে অনেক মেয়েরা বিয়ে না করার সিদ্ধান্ত নিচ্ছেন। কিছু মুসলিম দেশও আছে যেখানে আশ্চর্যজনকভাবে বিপুল সংখ্যক নারী অবিবাহিত থাকেন।

উদাহরণস্বরূপ, দক্ষিণ কোরিয়া। যেখানে একদল মেয়ে প্রকাশ্যে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বিশ্বাস, বিয়ের সঙ্গে অনেক দায়িত্ব আসে এবং তাঁদের ব্যক্তিস্বাধীনতা কেড়ে নেয়। তাঁদের মধ্যে কেউ কেউ আরও বলেন যে পুরুষদের ক্রমবর্ধমান আক্রমণাত্মক আচরণের ফলে তাঁরা নিরাপদ বোধ করেন না। তাই তাঁরা বিয়ে এড়িয়ে যাচ্ছেন।

মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ার বেশ কিছু দেশ মিলিয়ে ২৪ বছর বয়সোর্ধ্ব মোট আড়াই কোটি মহিলা এখনও অবিবাহিত। এর মধ্যে কিছু মহিলার বয়স ৩৫-এরও বেশি।

একটি গবেষণা দেখা গিয়েছে, মিশরে এই ধরণের নারীর সংখ্যা সবচেয়ে বেশি প্রায় ৯০ লক্ষ। যা মোট সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। এই নারীদের প্রায়শই ‘স্পিনস্টার’ বলা হয়। এই শব্দটি এমন নারীদের জন্য ব্যবহৃত হয় যারা কখনও বিয়ে করেননি এবং বিয়ের স্বাভাবিক বয়সের বাইরে চলে গিয়েছেন।

এর পরে আলজেরিয়া। সে দেশে প্রায় ৪০ লক্ষ অবিবাহিত মহিলা রয়েছেন। ইরাকে  সংখ্যাটি প্রায় ৩০ লক্ষ। ইয়েমেনে প্রায় দুই লক্ষ। সুদান, তিউনিসিয়া এবং সৌদি আরবের মতো অন্যান্য দেশে প্রায় দেড় লক্ষ অবিবাহিত মহিলা রয়েছেন। এই তথ্যগুলি কুয়েতের সংবাদপত্র আলরাই-এর ২০১০ সালের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল।

প্রতিবেদনে সিরিয়া এবং লেবাননের কথাও উল্লেখ করা হয়েছে। যেখানে অবিবাহিত নারীর সংখ্যা যথাক্রমে প্রায় ৭০ হাজার এবং ৪৫ হাজার। এটি জর্ডনে বিবাহের প্রবণতার পরিবর্তনের দিকেও ইঙ্গিত করেছে। যেখানে মহিলাদের বিবাহের গড় বয়স ৩০ থেকে বেড়ে ৩২ বছর হয়েছে।