আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল-ইরান উত্তেজনার আবহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি হয়ে উঠেছেন প্রতিরোধের মুখ। কিন্তু তাঁর পূর্বসূরি তথা ইরানের ইসলামিক বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহোল্লাহ খোমেইনি-র শিকড় যে ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার কিন্তুর গ্রামে, তা অনেকেই জানেন না।

খোমেইনি ও খামেনেয়ি—দু’জনের পূর্বপুরুষ সৈয়দ আহমদ মুসাভি হিন্দি জন্মেছিলেন কিন্তুরে, ১৮০০ সালের আশেপাশে। ১৮৩০ সালে তিনি ইমাম আলির মাজার দর্শনে ইরাকের নাজাফ যান এবং পরে ইরানের মাশহাদ শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর নামের “হিন্দি” পদবি থেকে ভারতীয় শিকড়ের ইঙ্গিত মেলে, যা এখনও ইরানি রেকর্ডে রয়ে গেছে।

খোমেইনির বিপ্লবী চেতনা ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির উপর দাদার প্রভাব ছিল গভীর। আর সেই পরিবার থেকেই উঠে এসেছেন আলি খামেনেয়ি, যিনি আজ ইরানের শীর্ষ ধর্মীয় নেতা। যদিও তিনি প্রকাশ্যে ভারতীয় শিকড়ের কথা খুব একটা বলেন না, তবুও ইরানের ইতিহাসবিদ ও সরকারি সূত্রে বিষয়টি একাধিকবার উঠে এসেছে। ভারতের মাটিতে গড়ে ওঠা এক ধর্মীয় ঐতিহ্যই আজ বিশ্ব রাজনীতিতে ইরানের নেতৃত্বে ছাপ ফেলছে।