আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে থাইল্যান্ডের এক অদ্ভুত ডাকাতির ভিডিও। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখে মাস্ক ও মাথায় মোটরসাইকেলের হেলমেট পরে এক চোর পিছন থেকে এক মহিলার দিকে ঝাঁপিয়ে পড়ে তাঁর সোনার হার ছিনতাইয়ের চেষ্টা করে। হারটি ভাঙলেও ছিনিয়ে নিতে ব্যর্থ হয় সে। এর পরপরই মহিলার হঠাৎ প্রতিরোধে হতবাক হয়ে চোর হাতজোড় করে ক্ষমা চেয়ে বসে!

 

ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলেই মহিলাকে থামিয়ে চোর ভিক্ষা করতে শুরু করে। ভয়ে মহিলাটি প্রায় ১০০ বাথ (প্রায় ২৪০ টাকা) নগদ দিয়ে দেন। ঘটনাটি যতটা নাটকীয়, ততটাই হাস্যকর—নেটিজেনদের একাংশ চোরের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “ভুল করেছে ঠিকই, কিন্তু অন্তত ক্ষমা তো চেয়েছে। হয়তো হতাশার বশে এমন কাজ করেছে।” আরেকজন মজা করে লিখেছেন, “Gen Z এতটাই নষ্ট যে চুরি করতেও পারে না।”

 

এরই মধ্যে, ভারতে দেরাদুনের পল্টন বাজারে ঘটেছে আরেক চাঞ্চল্যকর চুরির ঘটনা। এক গয়নার দোকান থেকে সোনার আংটি চুরি করতে গিয়ে এক মহিলা হাতেনাতে ধরা পড়েন। দোকানের কর্মীরা পুলিশ ডাকলে, অভিযুক্ত মহিলা আংটিগুলি কোথায় লুকিয়েছেন তা গোপন করে পুলিশের ওপরই হামলা চালান। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়, পথচারীদের ভিড়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ।

 

থাইল্যান্ডের ঘটনাটি যেমন মজার ছলে মানুষের মুখে হাসি এনেছে, দেরাদুনের ঘটনাটি তেমনই রীতিমতো অশান্তি তৈরি করেছে শহরের ব্যস্ততম বাজারে। দুই ঘটনাই প্রমাণ করছে—চুরি ব্যর্থ হলেও তার নাটকীয়তা কিন্তু কম নয়।