আজকাল ওয়েবডেস্ক: একেই হয়তো বলে ভাগ্যের পরিহাস। অতিরিক্ত অ্যাডভেঞ্চার করতে গিয়ে বিরাট বিপত্তি। একজন স্কাইডাইভার ভয়ানকভাবে নিজের জীবনেকে বাজি রাখলেন। তিনি প্লেন থেকে ঝাঁপ দেওয়ার আগেই বাতাসের তীব্র ঝাপটা তাকে সোজা বিমানের গেট থেকে বের করে নিয়ে আসে। এরপর তার প্যারাসুটটি খুলে গিয়ে আটকে যায় বিমানের পিছনের দিকের অংশে। ফলে বিরাট আকাশে তিনি পাখির বাসার মতো ঝুলতে থাকেন। এই ঘটনার সময় বিমানটি আকাশের ১৫ হাজার ফুট উচ্চতায় ছিল।
এই ভিডিও ঝড়ে গতিতে ভাইরাস হয়ে যায়। এই পরিস্থিতি থেকে বাঁচতে বহু চেষ্টা করে সে। তবে সেখান থেকে তখন বেরিয়ে আসা সহজ ছিল না। এই ছবিটি প্রকাশিত করে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট ব্যুরো। এরপর তার সহযোগিরা সেখান থেকে তাকে সাবধানে বের করে আনে।
ঘটনাটি ঘটে সেপ্টেম্বর মাসে। কিন্তু এটি প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। জানা গিয়েছে বিমানটিতে ১৭ জন ব্যক্তি ছিলেন। তারা সকলেই আকাশ থেকে ঝাঁপ দিয়ে নতুন রেকর্ড তৈরি করতে চেয়েছিলেন। তবে যেভাবে এই ব্যক্তির সঙ্গে যা ঘটল তা দেখে বাকিরাও খানিকটা ভয় পেয়েছেন। এযাত্রায় ওই ব্যক্তি প্রাণে বেঁচে গেলেও বিষয়টি যথেষ্ট ভয়ানক বলেই সকলে জানিয়েছেন।
এই ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেদিকে নজর রাখা হবে বলে খবর মিলেছে। মাঝ আকাশে অনেক ধরণের বিপত্তি ঘটে। সেই তালিকায় এটিও একটি বলেই বেশিরভাগ মানুষ নিজেদের মন্তব্যে লিখেছেন।
