আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি বিড়ালের চোখে এমনিতেই একটু কমলা রঙের আভা থাকে। তাদের ছটফটে স্বভাবের সঙ্গে এই কমলা রঙ তাদের অনেক বেশি মানিয়ে যায়। অনেক বিড়ালের গায়ের রং আবার কমলা হয়ে থাকে। তবে এবার উঠে এল অবাক করা তথ্য।


কেন বিড়ালের গায়ের রং কমলা হয়। এই গবেষণা করা হয়েছিল ১০০ বছর ধরে। বিষয়টি শুনলে একটু অবাক বলে মনে হলেও এটাই সত্যি। টানা ১০০ বছর ধরে গবেষণা করার অবশেষে বিজ্ঞানীরা একটি বিরাট সিদ্ধান্তে এসেছেন।


মার্কিন দেশের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের পক্ষ থেকে বলা হয়েছে কমলা রঙের বিড়ালরা অনেক বেশি সুখী হয়ে থাকে। তাদের জিনগত দিক থেকে তারা অনেক বেশি মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে।


বিড়ালের জিন থেকেই তাদের গায়ের রং তৈরি হয়। তবে কমলা রঙের বিড়ালরা অনেক বেশি মানুষের কাছে থাকতে পছন্দ করে। তার আরও একটি কারণ হল তারা অনেক বেশি কুঁড়ে হয়ে থাকে। ফলে মানুষের কাছে থাকলে তাদের কম খাটতে হবে। 


বিড়ালের গায়ের রং যদি কমলা হয় তাহলে তাদের জিনগত যে পরিবর্তন ঘটে তাতে তারা অনেক বেশি সহ্যশীল হয়ে থাকে। যেমন ধরুন যদি আপনি তাকে সময়ে খাবার দিলেন না, তারা কিন্তু খাবারের ঘরে একবারও যাবে না। নিজের খাবারের জন্য তারা দীর্ঘসময় ধরে অপেক্ষা করে থাকতে পারে।
কমলা রঙের বিড়ালরা সাধারণত ঘরেই বেশি থাকতে পছন্দ করে। ঘরে আপনার শিশুর সঙ্গে খেলতে সে অনেক বেশি পছন্দ করে। ফলে সেদিক থেকে দেখতে হলে যদি ঘরে বিড়াল পুষতে চান তাহলে কমলা রঙের বিড়ালকেই প্রাধান্য দিন।


জাপানের বিজ্ঞানীরাও কমলা রঙের বিড়ালের হয়ে গলা ফাটিয়েছেন। তারাও জানিয়েছে কমলা রঙের বিড়ালরা মানুষের অনেক কাছে থাকে। তারা ঘরোয়া পরিবেশে অনেক বেশি মানিয়ে নিতে পারে। ফলে ঘরে যদি কমলা রঙের বিড়াল আনতে পারেন তাহলে সারাদিন তাদের সঙ্গে ভালই কাটবে।