সুমনা আদক: দেশের মতো বিদেশেও সরস্বতী পুজো আয়োজিত হয় বহুবছর ধরেই। এ বারে কেনব্রিজেও পলাশপ্রিয়ার আরাধনায় মাততে দেখা গেল প্রবাসী ভারতীয়দের। পরিপাটি আয়োজন, কেতাবি বাঙালি রীতি, শাড়ি-পাঞ্জাবির রঙিন পোশাকে কেমব্রিজকে যেন মনে হচ্ছিল এ রাজ্যেরই কোনও শিক্ষা প্রতিষ্ঠান। 

অনেকেই কর্মসূত্রে বিদেশে যান। ভিনদেশে দীর্ঘদিন থাকার পরেও কেউই ভুলতে পারেন না দেশের স্মৃতি। মনে করতে থাকেন দেশের পুজোপার্বনের দিনগুলো। সরস্বতী পুজোর  এই ছবি ক্যামব্রিজ শহরের একটি ভারতীয় কমিউনিটি সেন্টারে। সেখানে সুসম্পন্ন হল সরস্বতী পুজো। সনাতনী রীতিনীতি মেনেই পুজো করা হয়েছে। পুজোর আচারে অনুষ্ঠানে কোনওরকম ত্রুটি দেখা যায়নি। ২৪ বছর ধরে এই   কেমব্রিজের কমিউনিটি সেন্টারে চলে আসছে সরস্বতী পুজো।  পুজোর শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান মেতে উঠেছিলেন আয়োজকরা।  

বিদেশে থেকেও মাতৃভাষাকে ভুলে যাননি তাঁরা। নিজের ঐতিহ্যকে ধরে রাখার এই ধারা দেখা গেল এই পুজোর দিনেই। অনেকটা কলকাতার কোনও পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানের ঢঙে এখানেও মঞ্চে শোনা গেল রবি ঠাকুরের হাট কবিতার সেই প্রসিদ্ধ লাইনগুলি। 

গোটা পরিবেশ ছিল খুব সুন্দর।  প্রত্যেকে মেতে ছিল গল্প আড্ডায় খুনসুটিতে। প্রবাসের পুজোর আয়োজনে ধর্মীয় আচার পালনের পাশাপাশি থাকে পেট পুরে বাঙালি খাবার চেখে দেখবার আনন্দও। এ বারের পুজোয় ছিল ভোগের খিচুড়ি পাঁচ মেশালি তরকারি,পায়েস, মিষ্টি,পাঁপড়।