আজকাল ওয়েবডেস্ক: ক্যানসারের টিকা তৈরি করে ফেলেছে রাশিয়া। এমনটাই দাবি করল সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। ২০২৫ সাল থেকে এই মারণরোগে আক্রান্ত রোগীদের দেওয়া হবে বিনামূল্যে। মন্ত্রকের অধীনস্থ রেডিয়োলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন জানিয়েছেন, রাশিয়ার বিজ্ঞানীরা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যে ক্যানসারের প্রতিষেধক তৈরি করেছেন। আগামী বছরের শুরুর দিকে বাজারে চলে আসতে পারে এই টিকা।

গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ডিরেক্টর অ্যালেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, ট্রায়ালে দেখা গিয়েছে, টিকার ডোজ়ে ক্যানসার রোগীদের শরীরে টিউমার কোষের বিভাজন বন্ধ হচ্ছে।

গত ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন তাঁর দেশের বিজ্ঞানীরা ক্যানসারে টিকা প্রায় তৈরি করে ফেলেছেন। একটি ভিডিয়োবার্তায় পুতিন বলেন, ''আমরা নতুন প্রজন্মের জন্য ক্যানসারের টিকা তৈরির খুব কাছাকাছি চলে এসেছি।''

বর্তমানে রাশিয়া ছাড়াও অনেক দেশ এবং সংস্থা ক্যানসারের টিকা নিয়ে কাজ করছে। হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি)-এর বিরুদ্ধে বর্তমানে বেশ কয়েকটি লাইসেন্সপ্রাপ্ত টিকা রয়েছে। এই ভাইরাস জরায়ুমুখের ক্যানসারের অন্যতম কারণ। আরও একটি প্রতিষেধক হল হেপাটাইটিস বি-এর টিকা। এই প্রতিষেধক লিভার ক্যানসার প্রতিরোধ করতে পারে বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র।

তবে তাদের তৈরি এই প্রতিষেধক কী ধরনের ক্যানসার প্রতিরোধ করতে পারবে, কী পরিমাণে দেওয়া হবে তা স্পষ্ট জানানো হয়নি। প্রতিষেধকের নামও প্রকাশ্যে আনেনি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক।