আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশের একাধিক মন্ত্রী গ্রেপ্তার। হাসিনা যেতেই দেশ ছেড়ে পালাতে গিয়ে গ্রেপ্তার হলেন সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে তাঁকে আটকায় বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনিই হাসিনার মন্ত্রিসভার প্রথম মন্ত্রী যাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার আরও এক মন্ত্রীকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তিনি তৎকালীন হাসিনা সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনেইদ আহমেদ পলক। তিনিও দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে যাচ্ছিলেন। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় পলককে। তাঁর দুই সঙ্গীকেও হেফাজতে নেওয়া হয়। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, আওয়ামি লিগের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের শেখ হাসিনার আগেই রবিবার বাংলাদেশ ছেড়ে ভিন দেশে চলে গিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের আগেই বড় রদবদল হল সেনাবাহিনীতে। আজ আইএসপিআর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেনা থেকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ সাইফুল আলমকে বিদেশ দপ্তরে সরিয়ে আনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে পাঠানো হয়েছে। পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামিমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি পদে নিয়োগের নির্দেশিকা দেওয়া হয়েছে।