আজকাল ওয়েবডেস্ক: একুশ বছরের রুবি জেড, নিজেকে ‘প্রফেশনাল গার্লফ্রেন্ড’ হিসাবে পরিচয় দেন। মাত্র দু’মাসেই ৩ লাখ টাকা মূল্যের উপহার পেয়েছেন তিনি, শুধু বান্ধবী হিসেবে সময় কাটানোর বিনিময়ে।পার্টি, ডিনার ডেট, এমনকি বিদেশ সফরেও তাঁকে ক্লায়েন্টরা সঙ্গে নিয়ে যাচ্ছেন।

রুবি জানিয়েছেন, তাঁর পরিষেবার মধ্যে কোনো 'গভীর বন্ধন' নেই, তবে হাতে হাত ধরা আর একটু আধটু আকর্ষণীয় পোশাক পরাই ক্লায়েন্টদের বেশি পছন্দ! এমনকি, একজন চীনা ক্লায়েন্ট প্রতি সপ্তাহে ৫,০০০ টাকা খরচ করছেন, যাতে রুবি চীনা ভাষার ক্লাস করতে পারেন।

যদিও অনেকে ধারণা করেন যে তিনি আরও কিছু করে থাকেন, রুবি স্পষ্ট জানিয়েছেন, 'সীমা' অতিক্রম তিনি কখনোই করেন না। ‘প্রফেশনাল’ গার্লফ্রেন্ড রুবির কাছে, স্রেফ সঙ্গই চূড়ান্ত প্যাকেজ!