আজকাল ওয়েবডেস্ক: মাসখানেক হল, ফের নির্বাচন জিতে ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। জিতে ফিরে বলেছিলেন, মানুষ ফের ভরসা রেখেছন তাঁর উপরেই। কিন্তু নিমেষেই কি সেই ভরসা উঠে যাচ্ছে? শনিবার যেভাবে আমেরিকা জুড়ে ট্রাম্প বিরোধিতায় সরব হয়েছেন, তাতে প্রশ্ন জোরালো হচ্ছে।
তবে এই বিক্ষোভ মিছিলে নজর কেড়েছে পিকাচু। এর আগেও তুরস্কে দেখা মিলেছিল তার। পুলিশ লাঠিয়ে উঁচিয়ে তাড়া করছে আর অন্ধকারে ভিড়ের মাঝে প্রাণপণে দৌড়াচ্ছে পিকাচু, সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল নেট মাধ্যমে।
এবার ওয়াশিংটন। মাস্ক এবং ট্রাম্প বিরোধী বিক্ষোভের ভিডিওতে দেখা মিলেছে তার। সারি সারি বিক্ষোভকারীর মাঝে হেঁটে চলেছে ‘পিকাচু’। এক বিক্ষোভকারী ওয়াশিংটনের মিছিলে পিকাচু সেজে ট্রাম্প বিরোধী স্লোগান দিচ্ছিলেন। ইতিমধ্যে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।
আমেরিকার অন্তত ৫০টি প্রদেশের, প্রায় হাজার এলাকার মানুষ স্থানীয় সময় শনিবার সকালে প্রেসিডেন্টের বিরোধীতায় পথে নেমেছিলেন বলে খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে। কিন্তু কেন? কারণ, ট্রাম্পের একগুচ্ছ সিদ্ধান্ত। তাঁদের মতে ট্রাম্প খামখেয়ালিপনা করছেন। সরকারি কর্মী ছাঁটাই থেকে শুরু করে বাণিজ্য শুল্ক, নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ন করা-সহ একাধিক কারণে ক্ষোভ প্রকাশ করছেন মার্কিন মুলুকের মানুষ। নিউ ইয়র্ক, কলোরাডো, হিউস্টন, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটনের হাজার হাজার মানুষ তার বিরুদ্ধে পথে নামেন শনিবার।
ট্রাম্প ক্ষমতায় ফেরার পর, তাঁর বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভের রেশ ওয়াশিংটনেই সবচেয়ে বেশি পড়েছে বলে খবর স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে।
