আজকাল ওয়েবডেস্ক: পোপ ফ্রান্সিস(৮৮) শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে ভুগতে ইতালির রোমের জেমেলি হাসপাতালে ১৭ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। তিনি রবিবার ভ্যাটিকানের দুই শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা যারা জানিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক লিখিত বার্তায় তিনি তাঁর আরোগ্য প্রার্থনাকারীদের সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
ফেব্রুয়ারির ১৪ তারিখে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় পোপকে। তাঁর অবস্থার অবনতি ঘটিয়ে শ্বাসযন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ে, যা দুই ফুসফুসেই ছড়িয়ে যায় এবং তাঁর শ্বাসকষ্ট বাড়ায়। শনিবার ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়, পোপের অবস্থার উন্নতি হয়েছে, যদিও শুক্রবার তাঁর শ্বাসকষ্টের তীব্রতা বেড়ে যায়। তিনি এখন কিছুটা স্থিতিশীল রয়েছেন।
পোপের বিবৃতিতে বলা হয়, "আমি আপনাদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি আপনাদের ভালোবাসা ও সমর্থন অনুভব করছি এবং মনে হচ্ছে আমি যেন সৃষ্টিকর্তার প্রিয় জনগণের কাছ থেকে শক্তি পাচ্ছি।"
রবিবার পোপের সঙ্গে সাক্ষাৎ করেন কার্ডিনাল পিয়েত্রো পারোলিন ও তার ডেপুটি। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বলেন, পোপ এখনো গুরুতর অবস্থায় থাকলেও তাঁর রক্তসঞ্চালন স্থিতিশীল রয়েছে এবং শ্বেত রক্তকণিকার মাত্রা বেড়ে যায়নি, যা তাঁর সংক্রমণ কমার লক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
শ্বাসযন্ত্রের সমস্যা আরও গুরুতর হওয়ায় পোপ কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছেন। তাঁর আগে তার ফুসফুসের সমস্যা এবং ফুসফুসের একটি অংশ অপসারণের কারণে তাঁর শ্বাসকষ্টের প্রবণতা আছে।
