আজকাল ওয়েবডেস্ক:চুরির আনন্দে নেচে উঠল চোর। আর সেই আনন্দের ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। স্কুল চুরির ঘটনায় এক অস্বাভাবিক প্রমাণের সামনে এসে দাঁড়াল পুলিশ। অস্ট্রেলিয়ায় একটি স্কুলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে একজন চোর পার্কিং লটে প্রাণ ভরে নাচছে। তারপর ৫,০০০ ডলারেরও বেশি মূল্যের কম্পিউটার সরঞ্জাম চুরি করছে। স্কাই নিউজ জানিয়েছে, ২৩শে এপ্রিল ভোরে ভিক্টোরিয়ার সানবারিতে এই ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই একটি রূপালী হোল্ডেন কমোডর পার্কিংয়ে ঢুকে পড়ে।

কিছুক্ষণ পর, গাড়ির পিছনে থাকা লোকটি বেরিয়ে আসে। হঠাৎই নাচতে শুরু করে। ঘুরতে ঘুরতে লাফিয়ে স্কুলের সম্পত্তিতে উঠে পড়ে৷ এমনটি সিসিটিভি ফুটেজে দেখা যায়।

পুলিশ প্রশাসন জানিয়েছেন,ওই চোর প্রথমে স্কুলের একটি কক্ষ ভাঙে।  এরপর ভেতরে ঢুকে তিনটি ল্যাপটপ এবং একটি প্রজেক্টর চুরি করে।

'স্কুল থেকে ল্যাপটপ চুরি করার আগে যে এই কান্ড ঘটাল, তাকে শনাক্ত করার জন্য জনসাধারণের সহায়তার আবেদন জানাচ্ছেন গোয়েন্দারা', ভিক্টোরিয়া পুলিশ মারফত ফেসবুক পোস্টে এমনটাই জানা গিয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে ব্যঙ্গ করে বর্ণনা করে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়েছে।

লোকটিকে শ্বেতাঙ্গ হিসেবে বর্ণনা করা হয়েছে। বয়স আনুমানিক ৩০-এর কোঠায়। মাঝারি গড়ন এবং লম্বা, গাঢ় বাদামী চুল। চুরির সময় তার পরনে ছিল লাল এবং কালো রঙের হুডযুক্ত জাম্পার, কালো রানার, লাল হেডব্যান্ড এবং নীল গ্লাভস। পুলিশসূত্রে এমনটাই খবর৷