আজকাল ওয়েবডেস্ক: বিপুল উচ্চতায় তখন, কিন্তু মাঝ আকাশে আর ধরে রাখতে পারল না নিয়ন্ত্রণ। মুহূর্তে ঘটে গেল বড় বিপর্যয়। একটি বাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান। 

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনলুলু বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ওই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে  বিমানটি আচমকা মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে টালমাটাল অবস্থায় পড়ে এবং কিছুক্ষনেই একটি বাড়ির উপর ভেঙে পড়ে। দাউদাউ করে আগুন জ্বলে যায় ঘটনাস্থলে।

পুলিশ, দমকল এবং শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগ ছুটে যায় ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আচমকা তাঁরা বিকট শব্দ শুনতে পান, এবং সামনে তাকিয়ে দেখেন আগুন জ্বলছে দাউদাউ করে। কাজের মাঝেই এক  স্থানীয় ব্যক্তি আচমকা শব্দ শুনে তাকিয়ে দেখেন তাঁর অফিসের ঠিক সামনে বাড়ির উপর ভেঙে পড়েছে আস্ত বিমান। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, বিমানটি ভেঙে পড়ার আগে, পাইলট অপর এক বিমানের সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসা করেছিলেন, ওই বিমানটি ডানদিকে ঘুরবে কিনা? 


 সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর প্রেস্টন নামের এক যাত্রী এবং হিরাম ডিফ্রিজ নামক ২২ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক প্রশিক্ষণ নিচ্ছিলেন বলে জানা গিয়েছে।  আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এই খবর লেখার সময় পর্যন্ত।