আজকাল ওয়েবডেস্ক: মোবাইল হামেশাই সতর্কবার্তা আসে যে, অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারেন সাইবার অপরাধীরা। এমনকি কাউকে ফোন করলেও সেই বার্তা শোনা যাচ্ছে। কিন্তু অচেনা লিঙ্কে ক্লিক না করলেও হ্যাক হতে পারে মোবাইল! সে রকমই সতর্কবার্তা দিল মার্ক জাকারবার্গের সংস্থা হোয়াটস অ্যাপ। প্রায় এক ডজন দেশের ৯০ জন বিশিষ্ট ব্যক্তি এ ধরনের সাইবার প্রতারণার শিকার হয়েছেন।
হোয়াটস অ্যাপের তরফ থেকে জানানো হয়েছে, ওই ৯০ জনের মধ্যে সাংবাদিক, নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আছেন। স্পাইওয়্যার ব্যবহার করে তাঁদের মোবাইল হ্যাক করা হয়েছিল। হ্যাকিং সফটওয়্যার তৈরিতে বিশেষজ্ঞ ইজরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনের মালিকানাধীন একটি হ্যাকিং টুলের ব্যবহার করা হয়েছিল এক্ষেত্রে। প্যারাগনের স্পাইওয়্যার সরকারি সংস্থার কাছে বিক্রি করা হয়। যারা অপরাধ দমন এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এটি ব্যবহার করে।
উদ্বেগের বিষয়, প্যারাগনের স্পাইওয়্যার 'জিরো-ক্লিক' হ্যাক পদ্ধতি ব্যবহার করে। এর অর্থ, যাঁদের ফোন হ্যাক করা হচ্ছে তাঁদের কোনও ক্ষতিকারক লিঙ্কে ক্লিক করতে হয় না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পদ্ধতির মাধ্যমে হ্যাকাররা কারও সঙ্গে কোনও যোগাযোগ ছাড়াই তাদের শিকারের বৈদ্যুতিন যন্ত্রে প্রবেশ করতে পারে। এই ধরণের স্পাইওয়্যারের আক্রমণ বুঝিয়ে দিচ্ছে কিছু না করেই আপনি অজান্তেই হ্যাকিংয়ের শিকার হয়ে যেতে পারেন।
কী ভাবে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ জানতে পারলেন যে এর পিছনে প্যারাগন স্পাইওয়্যারই দায়ী। সে বিষয়ে খোলসা করতে চাননি তাঁরা। হোয়াটস অ্যাপের তরফ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
