আজকাল ওয়েবডেস্ক: শেষ হয়েও হল না শেষ। ৫০ বছর আগেই দু'জনের পথচলা আলাদা হয়েছিল। যে যাঁর সংসার নিয়ে সুখেই ছিলেন। বিবাহ বিচ্ছেদের ৫০ বছর পর ফের দু'জনে বিয়ের পিঁড়িতে। আবারও চার হাত এক হওয়ার পালা। জাঁকজমক বিয়ের আয়োজন করলেন এক বৃদ্ধ যুগল। যাদের প্রেমকাহিনিতে রীতিমতো অবাক সন্তান ও নাতি-নাতনিরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটতে চলেছে পেনসিলভানিয়াতে। রবিবার ৯৪ বছর বয়সি রবার্ট ও ৮৯ বছর বয়সি ফে গ্যাবল ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ল্যানকেস্টার কাউন্টিতে তাঁদের বিয়ের আসর বসতে চলেছে আগামিকাল।
রবার্ট ও গ্যাবলের কনিষ্ঠ কন্যা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৯৫০ সালে রবার্ট ও গ্যাবলের পথচলা শুরু হয়। গ্যাবলের দাদার বন্ধু ছিলেন রবার্ট। সেখান থেকেই প্রেমের সম্পর্ক শুরু। ১৯৫১ সালে তাঁরা প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চার সন্তান রয়েছে তাঁদের। ১৪টি নাতি-নাতনি। ব্যক্তিগত জীবনে অশান্তির কারণে ১৯৭৫ সালে তাঁদের ডিভোর্স হয়। ডিভোর্সের পর দু'জনে ফের বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পরেও দু'জনের যোগাযোগ ছিল নিয়মিত। কয়েক বছর আগেই দু'জনের দ্বিতীয় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। তখনই দু'জনের মধ্যে যোগাযোগ বাড়ে।
সম্প্রতি আবার রবার্ট ও গ্যাবল একসঙ্গে নতুন করে পথচলা শুরু করতে চান। রবার্ট জানিয়েছেন, গ্যাবল তাঁর জীবনের একমাত্র ভালবাসা। জীবনের বাকিটা সময় গ্যাবলের সঙ্গেই কাটাতে চান। বিবাহ বিচ্ছেদের ৫০ বছরের পরেও দু'জনের নতুন করে দাম্পত্যের শুরুতে যারপরনাই খুশি সন্তানরা।
