আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও-এ পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারতের সিদ্ধান্তে প্রথমবারের মতো ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে। এই ঐতিহাসিক চুক্তি স্থগিতের বিষয় পাকিস্তানের জলসম্পদ মন্ত্রক ভারতের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কাতর আবেদন জানিয়েছে।
চুক্তি অনুযায়ী, সুতলেজ, বিয়াস ও রবি নদীর জল ব্যবহার করে ভারত, আর সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর জল পায় পাকিস্তান। জল শক্তি মন্ত্রী সি আর পাতিল জানিয়েছেন, ভারতের জল এক ফোঁটাও যেন পাকিস্তানে না যায়, সে ব্যবস্থা করা হচ্ছে—তিন ধাপে: স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, “সন্ত্রাসবাদকে সমর্থন করে পাকিস্তান এই চুক্তির নীতিকে লঙ্ঘন করেছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে কড়া বার্তা দিয়ে বলেন, “রক্ত ও জল একসাথে বইতে পারে না। সন্ত্রাস ও সংলাপ একসাথে হতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসাথে চলতে পারে না।” তিনি আরও বলেন, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে এখন একমাত্র আলোচনার বিষয় হতে পারে সন্ত্রাসবাদ এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK)-এর প্রত্যাবর্তন।
