আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এর পর পাক সেনাবাহিনীর অযোগ্যতা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন এক পাকিস্তানি যুবক। বুধবার থেকেই সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যুবকের দাবি, ভারত তাদের লক্ষ্যপূরণ করেছে। ভারতকে আটকানোর কোনও ক্ষমতাই নেই পাক সেনাবাহিনীর।
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সরাসরি পাক সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন এক পাকিস্তানি যুবক। কোনও রাখঢাক না করেই তীব্র নিন্দা করেছেন তিনি। ভিডিওবার্তায় ওই যুবকের দাবি, ভারতের সেনাবাহিনী পরপর মিসাইল হামলা চালাল। সবগুলিই পড়ল জঙ্গি ঘাঁটিতে। মুহূর্তে শেষ করে দিল পরপর জঙ্গি ঘাঁটি। অথচ এই সময়ের মধ্যে আমাদের পাক সেনাবাহিনী একটাও মিসাইল আটকাতে পারল না!
ভারত মুখে যা বলেছে, তাই করে দেখিয়েছে বলে সরব হন ওই যুবক। তাঁর দাবি, 'আমাদের দেশের উপর ভারতের তিন সেনাবাহিনী হামলা চালাল, অথচ আমরা শুধুমাত্র চুপ করে বসে দেখেই গেলাম। এবার আমাদের স্বীকার করার সময় এসেছে, পাকিস্তানি সেনাবাহিনী সবদিকেই ব্যর্থ।'
ইরান ও ইজরায়েলের সংঘাতের তুলনা টেনে ওই যুবক আরও বলেন, ইরান মিসাইল হামলা করলেও, সবগুলো লক্ষ্যস্থল ছুঁতে পারেনি। ইজরায়েল তা আটকায়। এদিকে ভারত ২৫ মিনিটে ২১বার মিসাইল হামলা করে। একটাও আটকানোর সাধ্য নেই পাক সেনাদের।
পাকিস্তানি যুবকের আরও দাবি, পাকিস্তানের সংবাদমাধ্যমে যা দেখানো হয়েছে, সবটাই ভুয়ো। ভারতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ দেশ করতে পারেনি। সমস্ত পুরনো খবর নতুন করে দেখিয়ে নিজেদের ঢাকঢোল নিজেরাই পেটাচ্ছেন।
