আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কখন, কীভাবে সন্ত্রাসবাদ নির্মূলে হামলা, তা ঠিক করতে সেনাকে নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তানে স্টক মার্কেটে ধস নামল। সূচক পড়ে গিয়েছে ৩ হাজার পয়েন্ট।
কয়েক ঘণ্টার মধ্যে সূচক ১,১৪,৮৭২.১৮ পয়েন্ট থেকে নেমে এসেছে ১,১১,৩৫২.৯৪ পয়েন্টে। সকাল দশটা থেকে বিকেল চারটে মাত্র ছয় ঘণ্টার মধ্যে এতটা পতন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সম্ভাব্য হামলার কথা প্রকাশ্যে আসতেই পাক শেয়ার মার্কেটে এই পতন।
এক শেয়ার মার্কেট বিশেষজ্ঞ জানিয়েছেন, ‘ভারতের সম্ভাব্য হামলার কথা বিবেচনা করেই বিনিয়োগকারীরা ভয় পেয়ে গিয়েছেন বিনিয়োগ করতে।’
পাক মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে ভারত। তারপরেই হল পাক শেয়ার বাজারে এই বিপুল পতন। যদিও মন্ত্রী শুধু ইঙ্গিতই দিয়েছেন। স্পষ্টভাবে কিছু বলেননি।
এদিকে, পাক মন্ত্রীর এই ইঙ্গিতের পর পাকিস্তানের আন্তর্জাতিক বন্ডও এক শতাংশের বেশি কমে গেছে।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মারা যান ২৬ জন। তার মধ্যে ছিলেন ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা। এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। মঙ্গলবার মোদিও ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন। তারপরেই বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটে–মাত্র ছয় ঘণ্টায় পাক স্টক মার্কেটে রীতিমতো ধস নামল।
