আজকাল ওয়েবডেস্ক: ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে জড়িত ছিল পাকিস্তানি সেনাই। প্রকাশ্যে একথা স্বীকার করল পাকিস্তান। শনিবার পাকিস্তানের প্রতিরক্ষা দিবস। সেই উপলক্ষ্যে রাওয়ালপিন্ডিতে একটি অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানান, ‘১৯৬৫,১৯৭১ এবং ১৯৯৯ সালে কার্গিলের যুদ্ধে আমাদের অনেক সেনারা তাঁদের জীবন দিয়েছেন’।
এর আগে বরাবর ভারত বলে এসেছে যে কার্গিল যুদ্ধের সময় হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনাই। কিন্তু পাকিস্তান কখনোই সেটা প্রকাশ্যে স্বীকার করতে চায়নি। দাবি করা হয়েছে, ভারতে হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী মুজাহিদিন। ঘটনার প্রায় ২৫ বছর পর স্বীকারোক্তি শোনা গেল পাকিস্তানি সেনাপ্রধান জেনারেলের গলায়। ১৯৯৯ সালে যে কার্গিল যুদ্ধ হয় তাতে প্রাণ হারিয়েছিলেন বহু ভারতীয় সেনা জওয়ান।
মৃত্যু হয়েছিল বহু পাকিস্তানি সেনারও। প্রায় তিন মাস ধরে কাশ্মীরের কার্গিলে চলে দুই পক্ষের লড়াই। পাকিস্তান বারবার দাবি করে এসেছিল তাঁদের সেনা যুদ্ধে অংশ নেয়নি। শুধু সীমান্তে টহল দিয়েছে। যুদ্ধের পর পাকিস্তান তাঁদের সেনাদের মৃতদেহ নিতে অস্বীকার করে। মৃত পাকিস্তানি সেনাদের শেষকৃত্য হয় ভারতেই।
তবে প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অবসরের পর জানিয়েছিলেন, কার্গিল যুদ্ধে যুক্ত ছিল পাকিস্তানি সেনাও। প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশারফও এই কথা স্বীকার করেন। কিন্তু পদে থাকাকালীন এই প্রথম কোনও সরকারি কর্মী সরাসরি কার্গিল যুদ্ধে পাকিস্তানি সেনার যুক্ত থাকার কথা স্বীকার করলেন।
