আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর পর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গোটা ভারত জুড়ে। পাকিস্তান-বিরোধী হাওয়া আরও তীব্র হয়েছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি উঠেছে।
এরই মাঝে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সোমবার দাবি করেছেন, গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানে ভারতের সামরিক অনুপ্রবেশ আসন্ন।
ইসলামাবাদে তাঁর কার্যালয় থেকে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, "আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি কারণ এমন একটা কিছু হতে পারে যে কোনও সময়। সেই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। সেগুলি নেওয়া হয়েছে।"
আসিফ জানিয়েছে, ভারতের মনোভাব ক্রমশ তীব্র হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় আক্রমণের সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। তিনি কেন অনুপ্রবেশ আসন্ন বলে মনে করছেন তার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
গত সপ্তাহে পহেলগাঁওয়ে হামলার পর তদন্তে দুই সন্দেহভাজন জঙ্গিকে পাকিস্তানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইসলামাবাদ যদিও সেই হামলার নেপথ্যে ভূমিকা অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
আসিফ জানিয়েছে, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবলম্বন করছে। তাঁর হুঁশিয়ারি, 'অস্তিত্বের জন্য সরাসরি হুমকি' থাকলেই তাঁরা তাদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করবে।
