আজকাল ওয়েবডেস্ক: লন্ডনের হ্যারো এলাকায় সম্প্রতি পান খেয়ে থু থু ছেটানোর প্রবণতা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম বিরক্তি ও ক্ষোভ সৃষ্টি করেছে। ভারতে পান খেয়ে রাস্তায় থু থু ফেলা একটি দীর্ঘদিনের সমস্যা হলেও, এখন সেই সমস্যা লন্ডনের মতো উন্নত শহরেও ছড়িয়ে পড়েছে বলে খবর। দেখা যাচ্ছে হ্যারোর রাস্তাঘাট, দোকানের সামনের অংশ এবং ময়লার বিনে পর্যন্ত লালচে দাগ দেখা যাচ্ছে। এটি আসলে পান বা তামাকযুক্ত পান খেয়ে থু থু ফেলার ফল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কাউন্সিল এই কাজকে 'ঘৃণ্য' এবং 'অস্বাস্থ্যকর' বলে বর্ণনা করেছে। একটি ইনস্টাগ্রাম ভিডিওতে একজন ব্যক্তি বলেন, 'হ্যারো এলাকার বাসিন্দারা পান ও চিউইং টোব্যাকো নিয়ে উদ্বিগ্ন। রেইনার্স লেন ও নর্থ হ্যারো এলাকায় বিশেষ করে এই সমস্যা বেশি।' তিনি আরও জানান, 'নর্থ হ্যারোতে একটি নতুন পানের দোকান খোলার পর স্থানীয়রা পিটিশন পর্যন্ত করেছে।'
হ্যারো কাউন্সিল জানিয়েছে, জুলাই মাসেই ৩৩ জনকে জনসম্মুখে থু থু ফেলার দায়ে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, কাউন্সিল কর্মকর্তারা দোকানে গিয়ে ৪,০০০-এর বেশি অবৈধ তামাক এবং ৫,০০০ নিষিদ্ধ সিগারেট বাজেয়াপ্ত করেছেন। দোকানের মালিকদের সতর্ক করা হয়েছে এবং তাঁদের দোকানের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নিয়ম মেনে চলতে বলা হয়েছে।
কাউন্সিলের পক্ষ থেকে আরও জানানো হয় যে, জনসাধারণের জায়গায় থু থু ফেলা নিষিদ্ধ এবং যেকোনও ব্যক্তি ধরা পড়লে ১০০ জরিমানা করা হবে। এই নিয়ম মেনে চলার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলাই আপাতত খবর।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, 'ভিসা দেয়ার সময় দাঁতের চেকআপ করানো উচিত।' আরেকজন লিখেছেন, 'এই পানের দোকানগুলোও কোনওরকম দায় এড়াতে পারে না।' কেউ কেউ বলছেন, 'জরিমানার পরিমাণ বাড়াও, সেটাই একমাত্র কার্যকর উপায়।' একজন কৌতুক করে বলেন, 'এ তো দেখি সত্যি সত্যিই শহরকে লাল করে দিচ্ছে।' এমনকি কেউ লিখেছেন, 'ভারতে এই সমস্যা বহুদিন ধরেই আছে। লিফট, সিঁড়ি, কমন এরিয়ায় পান ফেলার দাগ ছড়িয়ে আছে। আমাদের পক্ষে তো কাউকে দেশ থেকে বের করে দেয়া সম্ভব না, কিন্তু তোমরা পারো, করে ফেলো। দেশটাকে নোংরা হতে দিও না।'
আরও পড়ুনঃ ঘুরতে গিয়ে প্রাণ হারাল বিহারের যুবক, নেপালের বাগমতীতে মৃতদেহ ঘিরে তীব্র শোরগোল, জানুন...
অন্যদিকে, কাউন্সিল নিশ্চিত করেছে যে তারা প্যান অ্যাকশন প্ল্যান আপডেট করেছে। যেসব জায়গায় পান থু থু ফেলার প্রবণতা বেশি, সেখানে বাড়তি নজরদারি ও জরিমানার ব্যবস্থা রাখা হবে বিকে জানিয়েছে তারা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, তারা এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ তারা।
আরও পড়ুনঃ বিহারে রাম জানকী মঠের মহন্তের রহস্যমৃত্যু! মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ......
