আজকাল ওয়েবডেস্ক: নেপালে মৃতদেহ উদ্ধার। সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। খবর মারফত জানা গিয়েছে, একজন ভারতীয় পুরুষের মৃতদেহ রবিবার নেপালের দক্ষিণ তেরাই সমভূমির একটি সেচ খাল থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে তিনি বাগমতী নদীতে ডুবে গিয়েছিলেন। ঘটনা ঘিরে চাঞ্চল্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম রোহিত কুমার সিংহ। তাঁর বয়স ৩০ বছর। খবর মারফত তিনি ভারতের বিহার রাজ্যের খগড়িয়া জেলার বাসিন্দা ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে, শনিবার বিকেল আনুমানিক ২টা ৪০ মিনিটে চন্দ্রপুর পৌরসভার অন্তর্গত বাগমতী নদীতে স্নান করতে গিয়ে তিনি প্রথমে নিখোঁজ হন।
খবর পেয়ে স্থানীয় পুলিশ তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রে খবর মিলেছে, নদীতে নামার আগে রোহিত কুমার সিংহ অসম্ভব মদ্যপান করেছিলেন। নিখোঁজ হওয়ার পরে, সশস্ত্র পুলিশ বাহিনীর দুর্যোগ প্রতিক্রিয়া ইউনিট ও স্থানীয় পুলিশের একটি যৌথ উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শুরু করে। এরপর রবিবার সকাল ১০টা ২৫ মিনিটে গুজারা পৌরসভা এলাকার সেচ খালে তাঁর মৃতদেহ খুঁজে পায় তারা। রাউতাহাট জেলার ডিএসপি দীপক কুমার রাই এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়৷ ময়নাতদন্তের পর তাঁর মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হয়। তবে পুরো ঘটনা পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে৷ এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন নেপালে ভারতীয় পর্যটকদের মৃত্যুর একাধিক অনুরূপ দুর্ঘটনার খবর আগেও সামনে এসেছে।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে, ভারতের এক ১৮ বছর বয়সী কিশোর নেপালের তিনাউ নদীতে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারান। এক প্রতিবেদন মারফত জানা গিয়েছে, উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার বাসিন্দা সোহাইব আনসারি ২২ মে বিকেল ৪টা নাগাদ তিনাউ নদীর বাঁধসংলগ্ন এলাকায় সাঁতার কাটার সময় নিখোঁজ হন। ঘটনার সময় তিনি তাঁর আরও চার বন্ধুর সঙ্গে নেপাল ভ্রমণে ছিলেন। খবর পাওয়া গিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ আগেই জনগণকে নদীতে না নামার জন্য সতর্ক করেছিল৷ কিন্তু তা উপেক্ষা করে নদীতে প্রবেশ করেন তিনি।
একই মাসে, অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের গোরখপুরের ১৫ বছর বয়সী আরেক কিশোর তিনাউ নদীতে সাঁতার কাটার সময় ডুবে মারা যান। চলতি বছরের মার্চ মাসেও নেপালের পাল্পা জেলার বাগনাসকালি গ্রামীণ পৌরসভা-৫ নম্বর ওয়ার্ডের রামদিঘাটে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন গোরখপুরের ২৫ বছর বয়সী যুবক শিবম পান্ডে। ঘটনাটি ঘটে নদীতে স্নানের সময়। ঘটনার পাঁচ দিন পর, তাঁর মৃতদেহ নদী থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভেসে উঠতে দেখা যায় বলে এক প্রতিবেদনে জানানো হয়।
এইসব ঘটনার জেরে স্পষ্ট, পর্যাপ্ত সতর্কতা সত্ত্বেও অনেকেই নদীতে স্নান কিংবা সাঁতারের সময় সতর্কতা অবলম্বন না করায় প্রাণ হারাচ্ছেন। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা এবং সচেতনতা আরও জোরদার করা এখন জরুরি হয়ে উঠেছে।
