আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে উচ্চশিক্ষিত ব্যক্তিদেরও চাকরি খুঁজে পাওয়া ভার। অনেকেই নামীদামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করছেন, কিন্তু ভাল চাকরি পাচ্ছেন না। 

অক্সফোর্ড স্নাতকের ডেলিভারি বয়ের কাজ
ডিং ইউয়ানঝাও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক, চাকরির সুযোগের অভাবে এখন সিঙ্গাপুরে খাদ্য সরবরাহকারী রাইডার হিসেবে কাজ করছেন। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, ৩৯ বছর বয়সী এই ব্যক্তি গত বছর চাকরি হারান। তারপরই জীবিকা নির্বাহের জন্য ফুড ডেলিবারি রাইডারের কাজ শুরু করেছেন।

ডিং একাধিক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক ডিগ্রি অর্জন করেছেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জীববৈচিত্র্যে স্নাতকোত্তর, পিকিং বিশ্ববিদ্যালয় থেকে শক্তি (power) ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। 

চিত্তাকর্ষক শিক্ষাগত যোগ্যতা সত্ত্বেও, ডিং একটি তুলনায় তেমন চাকরি পাননি। জানা গিয়েছে, তিনি সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে (NUS) একটি পোস্টডক্টরাল গবেষণা প্রকল্পে কাজ করেছিলেন, কিন্তু তাঁর চুক্তি মার্চ মাসে শেষ হয়ে যায়। তারপর থেকে, তিনি ফুড ডেলিভারির কাজ শুরু করেন।

অক্সফোর্ড স্নাতক ডিং তার সিভি বেশ কয়েকটি সংস্থায় পাঠিয়েছিলেন। প্রায় দশটি ইন্টারভিউ-তে অংশ নিয়েছিলেন। কিন্তু কোনও চাকরির প্রস্তাব আসেনি। অবশেষে, তিনি সিঙ্গাপুরে ফুড ডেলিভারি বয়ের চাকরিতে নাম লেখান। 

ডিং ইউয়ানঝাও প্রতি মাসে আয়
প্রতিদিন প্রায় ১০ ঘন্টা কাজ করেন ডিং। সপ্তাহে ৭০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ৪৭,০০০ ভারতীয় টাকা) আয় করেন। ফলে ডিং-য়ের এখন আয় প্রতি মাসে প্রায় দু'লক্ষ টাকা। সোশাল মিডিয়ায়, ডিং জানিয়েছেন যে- তিনি যে কাজ করছেন তাতে কোনও ভুল নেই।

ডিং বলেছেন, "এই চাকরি বেশ নিরাপদ। আমি এই আয় দিয়ে আমার পরিবারকে সাহায্য করতে পারি। যদি আপনি কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনি ভাল আয় করতে পারবেন। এটি কোনও খারাপ কাজ নয়।" তাঁর দাবি, খাদ্য সরবরাহের ফলে শারীরিকভাবে তিনি অনেকটাই সক্রিয় আছেন।