আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর-এ পাকিস্তানের কিরানা হিলের পরমাণু ঘাঁটিতে হামলা করেছে ভারত। এই প্রসঙ্গে জল্পনা তুঙ্গে উঠেছে। এর পরেই গুজব ছড়িয়ে পড়েছে যে কিরানা হিলের সুড়ঙ্গ থেকে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে। 

সমস্ত মূলধারার সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা যে কিরানা হিল থেকে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে। যেখানে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রগুলি লুকিয়ে রেখেছে। ভারতীয় বায়ু সেনার ভাইস অ্যাডমিরাল এ কে ভারতী সাংবাদিক সম্মেলনে কিরানা হিলের পরমাণু ঘাঁটিতে আঘাত হানার কথা অস্বীকার করেছিলেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, কিরানা হিলের সুড়ঙ্গ থেকে তেজস্ক্রিয় বিকিরণের জল্পনায় জল ঢেলে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা ‘ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’ (আইএইএ)।

আইএইএ-এর মুখপাত্র ফ্রেডরিক ডাহল তেজস্ক্রিয় বিকিরণ সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেন, "আপনারা যেই রিপোর্টের কথা বলছেন, আমরা সেটির বিষয়ে জানি। আইএইএ-র কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, পাকিস্তানের কোনও পারমাণবিক ঘাঁটি থেকে কোনও তেজস্ক্রিয় বিকিরণের খবর পাওয়া যায়নি।"

উল্লেখযোগ্যভাবে, আইএইএ একটি পারমাণবিক শক্তি পর্যবেক্ষণকারী সংস্থা। এটি একটি আন্তঃসরকারি সংস্থাও, যা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রচার করে থাকে। পারমাণবিক অস্ত্র-সহ যে কোনও সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধ করে থাকে সংস্থাটি। ১৯৫৭ সালে জাতিসংঘের অধীনে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল।