আজকাল ওয়েবডেস্ক: ২২ হাজার কিলোগ্রাম চিজ চুরির অভিযোগ। গ্রেপ্তার করা হল হল ৬৩ বছরের এক প্রৌঢ়কে। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে লন্ডনের বিখ্যাত নিলস ইয়ার্ড ডেয়ারিতে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ৯৫০ টি চিজের গাড়ি সরিয়ে নিয়ে গিয়েছিল ওই বৃদ্ধ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সোজা চুরির কথা স্বীকার করে নেয় সে।
কিন্তু প্রশ্ন হল এত কোটি টাকার চিজ সে কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। জানা গিয়েছে লন্ডনের একটি বিখ্যাত চোরবাজার রয়েছে। সেখানে নিয়ে এই বিপুল পরিমান চিজ বিক্রি করার পরিকল্পনা করেছিল সে। সেখান থেকে তাকে এই বিপুল পরিমান অর্থ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। ডেয়ারি মালিক জানিয়েছেন হয়তো বহুদিন ধরেই সে এখান থেকে চিজ সরিয়ে বাইরে বিক্রি করেছে।
তবে এবার ধরা পড়ায় গোটা বিষয়টি পরিষ্কার হয়েছে। তাকে জেরা করে সমস্ত চিজ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা গোটা লন্ডনবাসীকে চমকে দিয়েছে। তারা মনে করছে এতদিন ধরে বাজারে তারা যে চিজ খেয়েছে তার গুনগত মান কতটা উন্নত। সেখানকার এক বিখ্যাত সেফ লিখেছেন, এই ঘটনা শুনে তিনি চিন্তিত।
যেখান থেকে এই চিজ সরানো হয়েছে সেটি লন্ডনের অন্যতম সেরা একটি ডেয়ারি ফার্ম। তবে এত পরিমান চিজ সরানোর ক্ষেত্রে একজনের হাত থাকতে পারে না। এর পিছনে নিশ্চয় অন্য কেউ রয়েছে। যদি বাজারে নকল চিজের রমরমা হয়ে যায় তাহলে খাবারের মান কমবে। সেখানে সাধারণ মানুষের অসুস্থতার সংখ্যা বাড়বে।
