আজকাল ওয়েবডেস্ক: ১৯০টির বেশি দেশ রয়েছে বিশ্বজুড়ে। প্রতিটি দেশের ঐতিহ্য, সংস্কৃতি, রীতি ভিন্ন ভিন্ন। যার জন্যেই একটি দেশ অন্যটির চেয়ে আরও অনন্য হয়ে ওঠে। বিবাহের চল প্রতিটি দেশেই রয়েছে। কিন্তু রীতি সব দেশেই আলাদা। যেমন ভারতে, বর-কনে অগ্নিসাক্ষী করে, সাত পাকে বাঁধা পড়েন। আমেরিকায়, খ্রিস্টান মতে বিয়ে করলে, আংটি বদল করেন বর-কনে। তেমনি একটি দেশে কয়েকটি নির্দিষ্ট দিনে বিয়ে করা যায় না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুধুমাত্র মঙ্গলবার ও শুক্রবার বিয়ে করা নিষিদ্ধ এই দেশে। এই দু'টি দিনে বিয়ে করার অশুভ মনে করেন স্থানীয় বাসিন্দারা। কারণ এই দিনেই ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল শহরের পতন হয়। তাই স্থানীয়দের ধারণা, এই দিনে বিয়ে করলে, সেই সম্পর্ক বেশিদিন টিকবে না। এমনকী পরিবারেও ঝঞ্ঝাট বাড়বে।
শুক্রবার যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এই দিনটিতে বিয়ের মতো আনন্দের উদযাপন তাই এড়িয়ে যান স্থানীয়রা। জানেন কোন দেশে মঙ্গলবার ও শুক্রবার বিয়ে করার রীতি নেই? দেশটি হল, গ্রিস। পাঁচশো বছর পেরিয়েও এই দেশে বিয়ের একাধিক পুরনো রীতি মেনে চলা হয়।
একুশ শতকে বহু দেশের বহু রীতির পরিবর্তন হয়েছে। অনেকেই পুরনো ঐতিহ্য, আচার আর মেনে চলেন না। কিন্তু গ্রিসে বিয়ের জন্য এখনও দিনক্ষণের উপর বিশেষ জোর দেওয়া হয়। মূলত শনিবার ও রবিবার এই দেশে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
