আজকাল ওয়েবডেস্ক: একসঙ্গে মিলে পিকনিকে গিয়েছিলেন। নদীর তীরে বসে খাওয়াদাওয়া, হুল্লোড় চলছিল। কয়েকজন নদীতে নেমেই ছবি তুলতে শুরু করেন। আচমকাই হড়পা বান সেখানে। জলের তোড়ে ভেসে মর্মান্তিক পরিণতি হল এক পরিবারের একাধিক সদস্যের। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। শুক্রবার সকালে সোয়াত নদীর তীরে পিকনিকে গিয়েছিলেন এক পরিবারের ১৮ জন সদস্য। ব্রেকফাস্টের সময় ঘটে দুর্ঘটনাটি। কয়েকজন সদস্য তীরে বসে খাওয়াদাওয়া করছিলেন। কয়েকজন শিশু সহ পরিবারের বাকি সদস্যরা ছবি তুলছিলেন। 

 

তখনও নদীতে কম জল ছিল‌। সেলফি তোলার সময় হঠাৎ খেয়াল করেন, হড়পা বানের কবলে পড়েছেন তাঁরা। কয়েকটি মাত্র পাথরের উপর দাঁড়িয়ে প্রাণপণে বাঁচার চেষ্টা করেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। জলের তোড়ে ন'জন ভেসে যান। পরিবারের সামনেই মর্মান্তিক পরিণতি সকলের। 

 

পরিবারের দাবি, উদ্ধারকারী দল কয়েক ঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছয়। দেরিতে শুরু হয় উদ্ধারকাজ। জানা গেছে, পাঁচটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চলে। উদ্ধারকারী দলে ৮০ জন ছিলেন। সকলেই দিনরাত এক করে তল্লাশি চালান। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।