আজকাল ওয়েবডেস্ক: পুজোর পরের সময়, দিওয়ালি এবং শীতের শুরুর মুখে দিল্লির বাতাসের স্বাস্থ্য এতটাই খারাপ থাকে, পরিস্থিতি বিচারে হস্তক্ষেপ করতে হয় সব পক্ষকে। মর্নিং ওয়াক বন্ধ থাকে, স্কুল কলেজও ভাবে নয়া পন্থা। শুধু দিল্লি নয়, দেশের নানা জায়গায় দিনে দিনে বাতাসের দূষণ তীব্র আকার ধারণ করছে। বায়ু দূষণের কারণে কী কী সমস্যা হতে পারে শরীরের, তা নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে।

সূত্রের খবর, এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে নতুন গবেষণার তথ্য। তাতে দাবি করা হচ্ছে, দূষিত বাতাস আদতে ক্ষতি করছে মানসিক স্বাস্থ্যেরও। 

এনভারমেন্টার সায়েন্স অ্যান্ড ইকো টেকনোলজিতে প্রকাশিত গবেষণায় দাবি করা হয়েছে, ফুসফুসের পাশাপাশি দূষিত বাতাস ক্ষতি করছে মন-মেজাজেরও। 

হারবিন মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত এই গবেষণায় ৪৫ বছরের বেশি বয়সী চীনা প্রাপ্তবয়স্কদের সাত বছর ধরে পরীক্ষা করা হয়েছিল। তাতে স্পষ্ট হয়েছে, মানসিক স্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব।

গবেষণায় দেখা গিয়েছে, সালফার ডাই অক্সাইড হল সবচেয়ে শক্তিশালী দূষণকারী যা মানুষের মধ্যে বিষণ্ণতার প্রবণতা বৃদ্ধি করে। এছাড়াও, সূক্ষ্ম কণা দূষণ এবং কার্বন মনোক্সাইড মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। গবেষকরা স্পষ্ট করে বলেছেন, বায়ু দূষণ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে। বায়ু দূষণ কীভাবে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তা সম্পূর্ণরূপে বোঝার জন্য, তারা আরও গবেষণা প্রয়োজন বলেও জানিয়েছেন গবেষকরা।