আজকাল ওয়েবডেস্ক: সাপ। নামটি শুনলেই গোটা দেশে বয়ে যায় এক অসাধারণ শিহরণ। আসলে বিষধর হোক বা না হোক সাপের সঙ্গে মানুষের সম্পর্ক চিরদিনের। পুরাণের গল্পকথা থেকে শুরু করে বর্তমান প্রজন্মের মানুষ সকলের সঙ্গেই সাপের যোগাযোগ রয়েছে। চিড়িয়াখানা গেলে সেখাও বিভিন্ন প্রজাতির সাপ দেখতেই ভিড় থাকে সবথেকে বেশি। আসলে সাপ নিয়ে প্রতিটি যুগেই রহস্যের শেষ নেই।
প্রতি সময় ধরে বদলে যাচ্ছে পরিবেশ। সেদিক থেকে দেখলে সাপেরাও তাদের চরিত্র বা প্রজাতি বদল করেছে। সম্প্রতি ব্রিটেনের মাটিতে দেখা গিয়েছে নতুন প্রজাতির সাপ। মানুষের সঙ্গে এরা যোগাযোগ রাখতে বেশি পছন্দ করছে না। সাপেদের দেহের রক্ত সাধারণ শীতল হলেও তারা গরমের জায়গায় থাকতে বেশি পছন্দ করে। ব্রিটেনে যে সাপের নতুন প্রজাতি দেখা গিয়েছে তার কাছেও এমনই পরিবেশ তৈরি হয়েছে।
তবে অবাক করা বিষয় হল ব্রিটেনের যে নতুন প্রজাতির সাপ দেখা গিয়েছে তার বিষের পরিমান অত্যন্ত বেশি। অন্যদিকে এই সাপ গরমের সঙ্গে শীতকেও অতি সহজে মানিয়ে নিতে পারে। পরিবেশের সঙ্গে সবধরণের খাপ খাইয়ে নিয়ে এরা নিজের প্রতিপক্ষকে নাজেহাল করতে পটু।
এই সাপের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল এরা অন্য সাপ দেখলেই তাকে হামলা করছে। তাদেরকে এরা ছেড়ে কথা বলছে না। ফলে এখান থেকে এরা কতটা হিংস্র সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে। ব্রিটেনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রথমে এই সাপকে দেখতে পাওয়া যায়। তবে এরপর বেশ কয়েকটি জায়গাতেও একে দেখা গিয়েছে। আকারে খুব লম্বা না হওয়ার ফলে এরা অতি সহজেই বিভিন্ন ছোটো ছোটো জায়গায় লুকিয়ে থাকতে পারে। ফলে সেখান থেকে এদেরকে বের করে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সাপের চরিত্র হল প্রতিপক্ষকে আক্রমণ করে নিজের পেট ভরানো। সেই কাজটি অন্য সাপকে মেরে দিয়ে এরা করছে। ফলে অন্য সাপেদের কাছে এরা যেন সাক্ষাৎ মৃত্যুর দূত। ব্রিটেনে এই সাপের এখনও কোনও নাম দেওয়া হয়নি। তবে এদের নিয়ে বেশ চিন্তায় সর্প বিশেষজ্ঞরাও।
