আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসছে। জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকি (Ryo Tatsuki) এর ভবিষ্যদ্বাণী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এর কারণ রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে বুধবার শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্প আচমকা আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামির আশঙ্কা দেখা দেয় এবং এর প্রভাব জাপানের উপকূলীয় এলাকাতেও প্রভাব পড়ে।

জানা গিয়েছে, রিও তাত্সুকির বিখ্যাত মাঙ্গা "ওয়াতাশি গা মিতা মিরাই" (Watashi ga Mita Mirai) ১৯৯৯ সালে প্রকাশিত হয়েছিল। এর মধ্যে এমন কিছু ভবিষ্যদ্বাণী রয়েছে যেগুলো বাস্তবেও সত্যি হয়েছে বলে মনে করেন অনেক ভক্ত। এই মাঙ্গায় ব্রিটিশ রাজকুমারী ডায়ানার মৃত্যু, গায়ক ফ্রেডি মার্কারির মৃত্যু, কোভিড-১৯ মহামারি, এমনকি ২০১১ সালের জাপানের প্রলয়ঙ্করী ভূমিকম্প ও সুনামির কথাও উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের জুলাই মাসে একটি বড় ধরণের দুর্যোগের পূর্বাভাস তাত্সুকির মাঙ্গায় ছিল বলে জানিয়েছেন অনেকে। অনেকে মনে করেন, তিনি এই বছরের জুলাই ৫ তারিখের দিকে কিছু ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেই তারিখে কিছু না ঘটায় অনেকে বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান। কিন্তু জুলাই মাসের শেষ দিকে কামচাটকার ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প এবং সুনামি সতর্কতা সেই ভবিষ্যদ্বাণীকে আবারও সামনে নিয়ে এসেছে।

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মানুষ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। কেউ কেউ লিখেছেন, 'রিও তাত্সুকি আবারও প্রমাণ করলেন তিনি ভবিষ্যৎ দেখতে পারেন। ২০১১ সালের মতো এবারও তাঁর মাঙ্গা সতর্ক করে দিয়েছিল।'

রাশিয়ার দূরপ্রাচ্যের উপকূলবর্তী শহর পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কির দক্ষিণ-পূর্বে প্রায় ১২৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্প হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটি ছিল অগভীর, মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে। খবর অনুযায়ী প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৮ ধরা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়।

রাশিয়ার কামচাটকা উপকূলে ৩ থেকে ৪ মিটার (প্রায় ১০ থেকে ১৩ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ে। এই ঘটনার পর জাপানের প্যাসিফিক উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়। জাপানের আবহাওয়া দপ্তর জানায়, সর্বোচ্চ ৩ মিটার (প্রায় ১০ ফুট) ঢেউ আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায়। জানা গিয়েছে, হোক্কাইডো দ্বীপে প্রায় ৩০ সেন্টিমিটার (এক ফুট) উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।

যদিও জাপানে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে সরকার একটি জরুরি টাস্কফোর্স গঠন করেছে যাতে পরিস্থিতির উপর নজর রাখা যায়। এমনকি যেকোনো ধরণের বিপর্যয়ের তাৎক্ষণিক জবাব দেওয়া যায়।

এই ঘটনার জেরে আবারও মানুষ ভাবতে বাধ্য হচ্ছে—রিও তাত্সুকির মাঙ্গা কি সত্যিই ভবিষ্যৎ বলে দিতে পারে? যেহেতু নির্দিষ্ট তারিখ না হলেও মাসের মধ্যে এমন একটি বড় দুর্যোগ ঘটেছে, অনেকেই এটিকে ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন হিসেবে দেখছেন।

প্রসঙ্গত, বুধবার সকাল ৮টা বেজে ২৫ মিনিটে জাপান ও রাশিয়ায় ভূমিকম্প অনুভূত হয়। প্রথমে জাপানের প্রশাসন জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮। পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। ভূপৃষ্ঠ থেকে ২০.৭ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার কামচাটকা। 

রাশিয়ায় জোরালো ভূমিকম্পের পরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি সুনামির চরম সতর্কতা। আজ বুধবার আলাস্কা, হাওয়াই সহ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে শুরু করেছে সুনামির ঢেউ। সাউথ ইস্ট আলাস্কার উপকূলে বুধবার বেলা সাড়ে ১১টার মধ্যে সুনামি আছড়ে পড়তে পারে। 

জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ইতিমধ্যেই সুনামির জন্য সাইরেন বাজিয়ে শুরু করেছে। বুধবার বেলা ১১টা ২৫ মিনিট নাগাদ সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। হাওয়াই এমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, 'সুনামি আছড়ে পড়বেই। এর জেরেই উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। নাগরিকদের প্রাণহানি রুখতে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে।' 

চলতি মাসেই দিন কয়েক আগেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়ার কামচাটকা। সেবার রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৬। দ্বিতীয় শক্তিশালী কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪। পরে আরও তিন বার ভূমিকম্পে কেঁপে ওঠে কামচাটকা। পর পর ভূমিকম্পের জেরে কামচাটকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। 

আরও পড়ুনঃ মা হওয়া নিয়েই প্রশ্ন? এক মুহূর্তে দক্ষ পেশাজীবীকে চাকরি থেকে বাতিল করলেন এইচ আর, ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য 

২০১১ সালের মার্চ জাপানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৯। এই ভূমিকম্পের পরেই ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল জাপানে। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ১৯৫২ সালের ৪ নভেম্বর রাশিয়ার কামচাটকা এলাকায় রিখটার স্কেলে ৯ মাত্রার জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেবারেও হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই এলাকায় ৯.১ ফুট উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়েছিল। ১৯৫২ সালের পর এই প্রথম রাশিয়ায় এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল।