আজকাল ওয়েবডেস্ক:‌ খুব সাবধান। জাপানে আসছে সুনামি। নতুন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে কাঁপতে শুরু করল গোটা বিশ্ব। 


আধুনিক যুগের নতুন বাবা ভাঙ্গা তিনি। নাম রিও তাতসুকি। জাপানের বাসিন্দা। তাঁর ভবিষ্যদ্বাণী, ২০২৫ সালের জুলাইয়ে জাপানে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর এক সুনামি। তাঁর আঁকা দেখে জাপান–সহ এশিয়ার একাধিক দেশ কাঁপতে শুরু করেছে। আর তাঁর এই ভবিষ্যদ্বাণীর ফলে জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম দিকে হংকং থেকে জাপানের বিমানের টিকিট বুকিং ৮৩ শতাংশ কমে গিয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও রিওর দাবি, তিনি নাকি কোনও ভবিষ্যদ্বাণী করেননি। যা স্বপ্ন দেখেছেন তা ছবিতে ফুটিয়ে তুলেছেন।


এর আগে কোভিড অতিমারি নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। যা ফলে গিয়েছিল। এবার তাঁর দাবি, ৫ জুলাই নাকি মহাপ্রলয় আসতে চলেছে।
কি সেই প্রলয়?‌ তাতসুকির দাবি, জাপান কোনও বড় প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়বে। তাঁর দাবি, ৫ জুলাই জাপান এবং ফিলিপিন্সের মধ্যবর্তী সমুদ্রতলের নীচে একটি ফাটল দেখা দেবে। সেই ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস তৈরি হবে তা ইতিপূর্ব ঘটে যাওয়া তোহোকু ভূমিকম্পের ফলে হওয়া ঢেউয়ের তিন গুণ উঁচু।
এর আগে একাধিক ভবিষ্যদ্বাণী তিনি মিলিয়ে দিয়েছেন। কোভিড মিলে গিয়েছে। আবার ২০১১ সালে জাপানের তোহোকুতে ঘটে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কথাও মিলে গিয়েছে। প্রসঙ্গত, মারা যাওয়ার আগে বাবা ভাঙ্গাও বলে গিয়েছিলেন, ২০২৫ সালে ইউরোপে একটি উল্লেখযোগ্য সংঘাত দেখা দেবে। এর ফলে ইউরোপের জনসংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমবে। এখন দেখার নতুন বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী মেলে কিনা।