আজকাল ওয়েবডেস্ক: ২০২০ সালের করোনা অতিমারীর দগদগে ঘা এখনও স্পষ্ট দেশের সমাজ-অর্থনীতিতে। তার মাঝেই নতুন করে বিশ্বের করোনার ঢেউ। ভারতেই দিনে দিনে হুড়মুড়িয়ে বাড়ছে সংক্রমণ। বাড়ছে উদ্বেগ। এর মাঝেই সামনে এসেছে আরও এক ভয় ধরানো ভবিষ্যদ্বাণী। সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, জাপানের ‘বাবা ভাঙ্গা’ বিশ্বের আগামী দিনের জন্য এক ভয়াবহ ভবিষ্যদ্বাণী করেছেন।
কে এই জাপানের বাবা ভাঙ্গা? জাপানের বিখ্যাত মাঙ্গা শিল্পী ও কথিত জ্যোতিষী রিও তাতসুকি। দি-দুনিয়ায় কী ঘটতে চালেছে আগামী দিনে, বলে দেন তা। জানা গিয়েছে, রিও তাতসুকি ভবিষ্যদ্বাণী করেছেন যে ২০৩০ সালে, আরেকটি মারাত্মক ভাইরাসের আবির্ভাব ঘটবে, যা হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিতে পারে।
করোনার নতুন ঢেউয়ের মাঝেই জাপানের বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সামনে আসায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তাতসুকি ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন, ২০২৫ সালের জুলাই মাসে জাপানে আছড়ে পড়তে চলেছে একটি মেগা সুনামি। যার প্রভাবে ছারখার হয়ে যাবে দেশের একাধিক অঞ্চল। এই ভয়াবহ পূর্বাভাস ঘিরে বড়সড় ধাক্কা খেয়েছে জাপানের পর্যটন বিভাগ।
 
 বিভিন্ন দেশের পর্যটকরা তাঁদের জাপান ট্যুর বাতিল করে দিয়েছেন। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, হংকং থেকে জাপানগামী একাধিক বিমানে টিকিট বাতিল হয়েছে। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী, জুনের শেষ এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে জাপানগামী বুকিং ৮৩ শতাংশ কমে গেছে। শুধুমাত্র হংকং থেকেই গড়ে ৫০ শতাংশ বুকিং বাতিল হয়েছে। তাতসুকির এই ভবিষ্যদ্বাণী নতুন নয়। তিনি আগেও কিছু ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত করে জনপ্রিয়তা অর্জন করেছেন, যার ফলে অনেকেই তার এই ভবিষ্যদ্বাণীকে গুরুত্বের সঙ্গে দেখছেন।
