আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতে গেলেই নাকি অত্যাচারের শিকার হবেন তিনি। এই মর্মে আবেদন জানিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ২৬/‌১১ মুম্বই হামলার মূল অভিযুক্ত তাহাউর রানা। কিন্তু তার আর্জি খারিজ করে দিল মার্কিন আদালত। যার অর্থ আমেরিকায় আর আশ্রয় মিলবে না রানার। সূত্রের খবর, প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে দুই দেশের মধ্যে।


প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেছিলেন। সেই দ্বিপাক্ষিক বৈঠকের পরে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ‘‌আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই যে আমার সরকার ২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম চক্রীকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের ভয়ঙ্করতম মানুষগুলোর মধ্যে অন্যতম ওই ব্যক্তি ভারতের বিচারব্যবস্থার সম্মুখীন হবে।’‌


জানা যায়, প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্যেই মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রানা। তার আইনজীবীর দাবি ছিল, ভারতে পাঠালে ‘পাকিস্তানি মুসলিম’ রানার বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা বজায় থাকবে না। মুসলিম পরিচয়ের কারণেই নাকি রানার উপর অত্যাচার হবে। শারীরিক অসুস্থতার কারণে বিচারপ্রক্রিয়ার ধকলও নিতে পারবে না মুম্বই হামলার মূলচক্রী। 


মার্কিন সুপ্রিম কোর্ট ছিল রানার কাছে শেষ আশা। কিন্তু বৃহস্পতিবার সেই আশাও শেষ হয়ে যায়। মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ হয় রানার আবেদন। তাই আমেরিকায় থেকে যাওয়ার অনুমতি পাবে না রানা। সূত্রের খবর, যেহেতু রানাকে আমেরিকায় আর আশ্রয় দেওয়া হবে না, তাই খুব তাড়াতাড়িই তাকে ভারতে ফিরিয়ে এনে বিচার শুরু হবে। এখন দেখার কতদিনে রানাকে ফিরিয়ে আনা যায় ভারতে।