আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। ফলে সেখান থেকে দেখতে হলে প্রতি বছর যে তাপমাত্রা বাড়বে সেটাই স্বাভাবিক। তবে যে তথ্য সামনে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে চলতি বছরের মে মাসে গরমের দিক থেকে নতুন রেকর্ড তৈরি করল।


আবহবিদরা যে হিসেব সামনে এনেছেন সেখান থেকে দেখা যাচ্ছে বিশ্বের বাজারে চলতি বছরের মে মাস হল দ্বিতীয় উষ্ণতম মাস। এই তাপমাত্রার পারদ আগামীদিনে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সেদিক থেকে দেখতে হলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে সেটাই সামনে আসছে।


আগামী চার বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা আরও বেশ খানিকটা বাড়তে পারে৷ ২০২৫  থেকে ২০২৯  সালের মধ্যে দুনিয়ার গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন দুনিয়ার তাবড় বিজ্ঞানী থেকে শুরু করে গবেষকরা ৷ এমনিতেই বিশ্ব উষ্ণায়নের হাত ধরে গত কয়েক বছরে গরম বেড়েছে ৷ সেই প্রবণতা এবার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ৷


বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডব্লুএমও-এর তরফে বুধবার জানানো হয়েছে দুনিয়ার তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ ৷ সাম্প্রতিক অতীতে ২০২৪ সালে গরম ছিল সবচেয়ে বেশি ৷ আগামী পাঁচ বছরের মধ্যে সেই রেকর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ ডব্লুএমও-র আরও আশঙ্কা, আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত এমন একটা বছর আসবে যেখানে ২০২৪ সালের থেকেও বেশি গরম বাড়বে ৷


বেশ কয়েক দশকের তাপমাত্রা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে আবহাওয়ার মাপকাঠি তৈরি করা হয়ে থাকে ৷ সেই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রার যে বেসলাইন আছে তার চেয়েও বেশি গরম পড়েছিল ২০২৪ সালে ৷ ১৯০০ সাল থেকে গত ১২৪  বছরের এতটা গরম আর আগে কখনও পড়েনি ৷ এবার যা পরিস্থিতি তাতে আরও বেশি গরম পড়বে ৷


তাপমাত্রার বৃদ্ধি রুখতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে উন্নত দেশগুলি ৷ ২০২৫ সালে প্যারিস চুক্তি সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ৷ তাতে ঠিক হয়েছিল, ২০ থেকে ৩০ বছরের মধ্যে দুনিয়ার তাপমাত্রা ১.৫ ডিগ্রি কমিয়ে আনতে হবে ৷ তার জন্য কী কী পদক্ষেপ করতে হবে তাও ঠিক হয়েছিল ৷ এবার ঠিক একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির কথা বলল বিশ্ব আবহাওয়া সংস্থা ৷