আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এক চমকপ্রদ দাবি করে শোরগোল ফেলেছেন। তাঁর দাবি, জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহার কোথায় আছে তা ইসলামাবাদ জানে না। তাঁর কথায়, ভারত যদি তথ্য দেয় যে সে পাকিস্তানের মাটিতে আছে, তাহলে ওই জঙ্গি নেতাকে 'অত্যন্ত আন্দের সঙ্গে' গ্রেপ্তার করা হবে।

মাসুদ আজহার ভারতের অন্যতম মোস্ট-ওয়ান্টেড সন্ত্রাসবাদী। জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ ২০০১ সালের সংসদ হামলা, ২৬/১১ মুম্বই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ২০১৯ সালে রাষ্ট্রসংঘ মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছে। ১৯৯৯ সালে কান্দাহার বিমান ছিনতাইয়ের পর আইসি-৮১৪ এর যাত্রীদের পরাণের বিনিময়ে আজহারকে মুক্তি দিয়েছিল ভারত।

মাসুদ আজহার এবং লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাইদকে হস্তান্তরের জন্য ভারত দীর্ঘ্যদিন ধরে পাকিস্তানের কাছে দাবি করে আসছে। তবে কর্ণপাত করতে রাজি নয় ইসলামাবাদ। এই দুই জঙ্গি নেতার সক্রিয় থাকার প্রমাণ থাকা সত্ত্বেও ইসলামাবাদ অজ্ঞতার ভান করে আসছে।

আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো তথা পাক মন্ত্রী বলেছেন যে, "সাইদ পাকিস্তানে মুক্ত মোটেই নন এবং আজহার আফগানিস্তানে থাকতে পারেন।"

নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, সাইদ মুক্ত। তার জবাবে বিলাওয়াল ভুট্টো বলেছেন, "এটা সঠিক নয়। বাস্তবে এটা ঠিক নয় যে হাফিজ সাইদ একজন মুক্ত ব্যক্তি। তিনি পাকিস্তানি রাষ্ট্রের হেফাজতে আছেন। আর মাসুদ আজহারকে, আমরা গ্রেপ্তার বা তাকে শনাক্ত করতে পারিনি। আফগান জিহাদের প্রেক্ষাপটে তাঁর অতীত বিবেচনা করে, আমাদের বিশ্বাস যে তিনি আফগানিস্তানে আছেন।"

বিলাওয়াল ভুট্টো আরও বলেছেন যে, "ভারত সরকার যদি আমাদের তথ্য দিয়ে জানায় যে মাসুদ আজহার পাকিস্তানের কোথায় আছেন, তবে আমরা তাকে গ্রেপ্তার করতে পেরে খুশি হব। বাস্তবতা হল, ভারত সরকার তা করে না..." 

আজহার সম্পর্কে ভারত কেন তথ্য দেবে, অথবা পাকিস্তান কেন তার জন্য অপেক্ষা করবে? এই প্রশ্নের জবাবে পিপিপি প্রধান বলেন, "যখন আপনার কোনও দেশের সঙ্গে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা থাকে, তখন আমরা আমাদের উদ্বেগের বিভিন্ন তথ্য সরবরাহ করি, তারা তাদের উদ্বেগের বিষয়ে যেকোনও তত্য সরবরাহ করে। এভাবেই আমরা লন্ডনে, নিউইয়র্কে, পাকিস্তানে হামলা ব্যর্থ করতে পেরেছি।"

বিলাওয়ালের কথায়, "আফগানিস্তানের বর্তমান শাকদের পাশ্চাত্য শক্তি একসময়ে জহ্গি বলত, বর্তমানে তাদের আফগানিস্তানের দায়িত্বে থাকা লোক বলে অবিহিত করে। পাকিস্তানের পক্ষে আফগানিস্তানের ভেতরে ঢুকে মাসুদকে খুঁজে বার করা অসম্ভব কাজ। মনে রাখতে হবে যে, ন্য়াটোও আফগানিস্তানে গিয়ে তেমন কিছু করতে পারেনি।  যা করতে অক্ষম ছিল তা করা সম্ভব নয়। পাকিস্তানের পক্ষে মাসুদ বা কোনও জঙ্গিকে সক্রিয় দেখতে চাওয়ার কোনও কারণ নেই।"