আজকাল ওয়েবডেস্ক: লটারির টিকিট কেটেছিলেন। জিতেওছেন একেবারে মোটা অঙ্ক। ৪২ লক্ষ টাকা লটারি জিতে ব্যক্তি ধন্যবাদ জানালেন মৃত সারমেয়কে। কেন জানেন?
ঘটনাস্থল ওহিও। কী জানা গেল? জানা গিয়েছে ওহিওর ওই ব্যক্তি বুধবার লটারির টিকিট কেটেছিলেন। নির্বাচন করেছিলেন ১-০-৮-২-২ নম্বর সেটকে। এবং তিনি জিতেও যান ওই লটারি। একেবারে ৪২ লক্ষ ঘরে আসে তাঁর। কিন্তু এর পিছনে সারমেয়কে ধন্যবাদ জানানোর কারণ কী?
জানা গিয়েছে, ওই ব্যক্তির মৃত সারমেয়র লাইসেন্স নম্বর ছিল সেটি। লটারিতে বড় অঙ্ক জেতার পর তিনি স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বুধবার লটারির জন্য দুটি নম্বর বেছে নিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল তাঁর প্রিয় জার্মান শেফার্ডের লাইসেন্স নম্বর। কাকতালীয় ভাবে ওই নম্বর জিতেই তিনি ৪১ লক্ষ টাকা পেয়েছেন। যদিও ওই প্রিয় সারমেয় এখন আর তা৬ড় সঙ্গে নেই, তবুও তিনি ধন্যবাদ জানিয়েছেন তাকেই।
