আজকাল ওয়েবডেস্কঃ সাঁতার কাটতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন এক ডুবিরি। জলের তলার সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি নেটিজেনদের নজরে আসার পর ডুবুরি কড়া সমালাচনার মুখে পড়েছেন।জলের তলায় গিয়ে কী এমন ঘটেছিল ওই ডুবুরির সঙ্গে, যার ফলে তিনি প্রান হারাতে বসেছিলেন।
সাঁতার কাটার সময় জলার তলায় অক্টোপাস দেখতে পান ওই ব্যক্তি । সেই সময় ওই অক্টোপাসটি নিজের মতোই ছিল। এরপর আচমকাই ডুবুরি লাঠি দিয়ে অক্টোপাসটিকে খোঁচা দিতে শুরু করেন। ডুবুরির আচরণে অক্টোপাসটি চটে যায়। পাল্টা আক্রমন করে প্রানিটিও। অক্টোপাস তার শুঁড় দিয়ে ডুবুরির গলা শক্ত করে চেপে ধরে। তাতেই ডুবুরির প্রাণ যায় যায় অবস্থায় । ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে যে, ওই সময় ডুবুরির রীতিমতো শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ডুবুরি নিজের প্রাণ বাঁচাতে, অক্টোপাসটিকে ছাড়ানোর প্রবল চেষ্টা শুরু করেন। তারপর তিনি কোনওরকমে জল থেকে মাথা বার করেন। তখনও ডুবুরির গলা শক্ত করে পেঁচিয়ে ধরেছিল অক্টোপাসটি। প্রাণ বাঁচানোর হাজার চেষ্টা চালিয়েও অসফল হন ডুবিরি । এরপর কিছু সময় গেলে অক্টোপাসটি নিজে থকেই ডুবুরিকে ছেড়ে দেয়। কোনও মতে ডুবুরি নিজের প্রাণ ফিরে পান।
যদিও ভিডিওটি দেখার পর ডুবুরিকেই সকলে দোষারোপ করেছেন। এক ব্যক্তি ভিডিওর কমেন্টে লিখেছেন, ডুবিরটি নির্বোধ।’ আরেক ব্যক্তি লিখেছেন, ‘অক্টোপাসের প্রতিশোধ’।
