আজকাল ওয়েবডেস্ক: বাইরে মেলা ছিল জামাকাপড়। সেখানেই ছিল মহিলার অন্তর্বাস। আচমকা তা তুলে নিয়ে নিজের পকেটে পুরে হাঁটাও লাগিয়েছিলেন যুবক। কিন্তু আচমকাই তিনি আবার ওই অন্তর্বাস ফিরিয়ে দিয়ে এলেন। রেখে এলেন, ঠিক যেখান থেকে নিয়ে গিয়েছিলেন। কেন? কারণ সিসিটিভি ফুটেজ। ওই যুবক অন্তর্বাস নিয়ে পালানোর সময়, আচমকা দেখতে পান সেখানে রয়েছে সিসিটিভি। তৎক্ষণাৎ বুঝতে পারেন, কী ভুল করে ফেলেছেন। আর ভুল শুধরাতে তৎক্ষণাৎ সেখানে ফিরিয়ে দিলেন ওই অন্তর্বাস।
ঘটনাস্থল সিঙ্গাপোর। এলিভি লিম আচমকা লক্ষ্য করেন। তিনি যেখানে জামাকাপড় শুকোতে দিয়েছিলেন, সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে তাঁর অন্তর্বাস। কী করে এমন ঘটল? বুঝতে পারেননি কিছুতে। কিছুক্ষণ পর আবার দেখেন, যেখানের জিনিস, রয়েছে সেখানেই। একদিন নয়, পরপর একই ঘটনা ঘটার পর, ওই নির্দিষ্ট এলাকায় সিসিটিভি ফুটেজ দেখেন।
তাতেই ধরা পড়ে আসল ঘটনা। স্পষ্ট দেখেন, এই যুবক তাঁর পোশাক নিয়ে চলে যাচ্ছিলেন, যাওয়ার পথে সিসিটিভি ফুটেজ দেখে আবার সেটি ফেরত রেখে যান। পড়শিদের সতর্ক করতে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। কেউ যদি ওই ব্যক্তিকে চেনেন, তাঁর খোঁজ দিতে বলেছেন তিনি। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে ব্যাপকহারে। অনেকেই বলেছেন, পুলিশে দ্রুত খবর দেওয়ার জন্য।
