আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রীতিতে বিয়ে মানেই যেন সাত জন্মের বাঁধন। সাত জন্মে একে অপরের সঙ্গী হয়েই বাঁচা। তবে এই রীতি আবার অনেকেই এড়িয়ে চলেন। সঠিক মনের মানুষ পেলে তবেই গাঁটছড়া বাঁধেন অনেকে। কেউ একের অধিক বিয়েও করেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিয়ে ঘিরে এমন কোনও ট্যাবু নেই। তাই যেমন মহিলারা একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গে কাটাতে পারেন, তেমনই এক ছাদের তলায় একাধিক স্ত্রীকে নিয়ে বসবাস করতে দেখা যায় বহু পুরুষকে। 

 

এই প্রতিবেদনে এমন এক যুবকের কাহিনি তুলে ধরা হল। তাঁর সুখের সংসার। এক, দুইজন নন, এক ছাদের তলায় পাঁচজন স্ত্রীকে নিয়ে তাঁর বসবাস। তাঁদের সঙ্গে রয়েছে মোট ১১টি সন্তান। ১৭ জন সদস্যের সংসার আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই। তবে এখানে হিংসা, ঈর্ষা তুলনামূলক কম। বরং সকলে মিলে চুটিয়ে উপভোগ করবেন সংসার সমস্ত কিছু। 

 

ব্যারেট ফ্যামিলি। যুবক জানিয়েছেন, 'পাঁচ স্ত্রীই দিনরাত সংসারের কাজে মগ্ন থাকেন। সকলেই তাঁর দিকে আমার নজর কাড়তে চান। এই ধরনের প্রতিযোগিতা স্বাস্থ্যকর। স্ত্রীরা সতীনের মতো নন, বরং একে অপরের বোনের মতো আচরণ করেন।' যুবকের পাঁচ স্ত্রীর নাম, জেস, গ্যাবি, দিয়ানা, ক্যাম এবং স্টার। তাঁরা সকলেই ১১ সন্তানকে মানুষ করতে ব্যস্ত থাকেন। স্ত্রীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে যারপরনাই খুশি যুবক। 

 

যুবকের পাঁচ স্ত্রী প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিডিও, ছবি পোস্ট করেন। তেমনই একটি ভিডিও সম্প্রতি লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছে।‌ প্রায় ২৮ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিওতে দেখা গেছে, ঘরের মধ্যে কেউ ঘরদোর পরিষ্কার করছিলেন, কেউ বাসন মাজছিলেন, কেউ বা সন্তানদের সামলাচ্ছিলেন। এই সময়েই হঠাৎ যুবক বাড়িতে ফেরেন। 

 

আরও পড়ুন: পুতুলের সঙ্গে প্রেম, বিয়ে, যৌনতায় স্বর্গসুখ! চার সন্তানকে নিয়ে ভরা সংসার যুবকের, আপনি এই রোগে আক্রান্ত নন তো?

 

দীর্ঘদিন তিনি বাড়িতে ছিলেন না। তাঁকে দেখেই সকলে আনন্দে লাফাতে থাকেন। কে আগে যুবককে জড়িয়ে ধরে চুমু খাবেন? তার জন্যেই পাঁচ স্ত্রী ও ১১ সন্তান সঙ্গে সঙ্গে ছুটে আসেন‌। সকলেই ঝাঁপিয়ে পড়েন যুবকের উপর। তারপর একে একে সকলেই আদুরে মুহূর্ত যাপন করেন। স্বামীকে দীর্ঘদিন পর ফিরে পেয়ে পাঁচ স্ত্রীর উচ্ছ্বাসের মুহূর্তটি হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে সাধারণ মানুষের চোখ ছানাবড়া। 

 

একজন লিখেছেন, 'আমি সত্যি পলিগ্যামি বুঝি না। এটাও তো একধরনের প্রতারণা। একসঙ্গে এতজনকে কীভাবে ভালবাসা যায়?' আরেকজন লিখেছেন, 'যুবক কোনও প্রতারণা করছেন না। সকলকেই সমানভাবে ভালবাসেন। স্ত্রীরাও সেটা টের পান। নয়তো একসঙ্গে থাকতেন না।' আবার একজন লিখেছেন, 'ভারতে এরকম ঘটনা ঘটলে ছিঃ ছিক্কার পড়ে যেত।' কেউ কেউ লিখেছেন, 'আজকের দিনে সুখে থাকাটাই মূল। কাউকে দুঃখ না দিয়ে, সকলের সঙ্গে মিলে খুশিতে থাকলেই হল। এত সমালোচনার কিছু নেই।' 

 

মিশ্র প্রতিক্রিয়া পেয়ে পাঁচ যুবতীও স্বামীর পক্ষে পাল্টা যুক্তি দিয়েছেন। তাঁদের দাবি, একজনের সঙ্গে সম্পর্কে থেকে প্রতারণা করার চেয়ে, পাঁচজনকে নিয়ে একসঙ্গেই থাকাটাই শ্রেয়। তাঁরা এও জানিয়েছেন, অন্য কোনও পুরুষের প্রতি আর আর্কষণ বোধ করেন না। এক স্বামীকে নিয়েই তাঁরা খুশি।