আজকাল ওয়েবডেস্ক: ভালবাসা সর্বনাশা! এই শব্দবন্ধ নানা ক্ষেত্রেই ব্যবহার করে থাকি আমরা। কিন্তু এই ব্যক্তি সশরীরে টের পেলেন ভালবাসা কতটা ‘সর্বনাশা’ হতে পারে। লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেস (এলএ) যাওয়ার পথে সহযাত্রী এক মহিলার সঙ্গে খোশমেজাজে প্রেম জমিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু অবতরণের পর তাঁর সামনে যে বিরাট সত্যটি এসে হাজির হয়েছিল তার ফলে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। রেডিট-এ লন্ডন থেকে এলএ যাওয়ার পথে তাঁর সঙ্গে ঘটে যাওয়া গোটা ঘটনাটির কথা শেয়ার করেছেন ওই ব্যক্তি।
৩০,০০০ ফুট উচ্চতায় একটি সুযোগের মুখোমুখি
ব্যক্তিটি এমন একটি বিমান সংস্থার বিমানে চড়ে ব্যবসায়িক ভ্রমণে যাচ্ছিলেন যেখানে আগে থেকে আসন নির্বাচনের অনুমতি নেই। বোর্ডিং করার পর, বিমানের আসনে বসে ওই ব্যক্তি দেখেন তাঁর পাশের আসনেই যোগ দিয়েছেন একজন আকর্ষণীয় মহিলা। যিনি তাঁকে অবাক করে দিয়ে প্রকাশ্যে তাঁর সঙ্গে প্রকাশ্যে ফ্লার্ট করতে শুরু করেন।
কথা আরও কিছু দূর এগোতেই মহিলা ওই ব্যক্তিকে জানান যে যে সে লস অ্যাঞ্জেলেসে কিছু বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। তাদের স্বাভাবিক কথোপকথন দ্রুত আরও তীব্র হয়ে ওঠে; মহিলাটি তার পা ওই ব্যক্তির উপর রেখে দেন এবং এমনকি তাদের মধ্যে থাকা আর্মরেস্টটিও সরিয়ে দিয়েছিল যাতে তারা আরও কাছাকাছি আসতে পারেন। তার এই আচরণে ওই ব্যক্তি ধারণা করে নেন যে মহিলা অবিবাহিত। এর পরেই ওই ব্যক্তি মহিলাকে বলেন কোন হোটেলে থাকবে। মহিলা হেসে উত্তর দেন যে, তিনিও একই হোটেলে থাকবেন। তাঁরা সন্ধ্যার পরে পানীয়ের জন্য দেখা করতে রাজি হন এবং অবতরণের আগে নম্বর বিনিময় করেন। ওই ব্যক্তি ভেবে নেন যে ওয়ান-নাইট স্ট্যান্ডের সম্ভাবনা রয়েছে।

অবতরণের পরেই নয়া মোড়
বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে মহিলাটি দ্রুত তাঁর সিটবেল্টটি খুলে বিমান থেকে বেরিয়ে যান। ওই মহিলাই প্রথম ব্যক্তিদের মধ্যে একজন যারা বিমান থেকে বেরোচ্ছিলেন। তাঁর এই আচরণ ব্যক্তিটির বেশ অদ্ভুত বলে মনে হয়েছিল কিন্তু তা তিনি এড়িয়ে যান।
আরও পড়ুন: বেস্টফ্রেন্ড স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে পারল কী করে! ক্রোধে প্রতিশোধ নিতে যা করলেন মহিলা
লাগেজ নেওয়ার সময় ওই ব্যক্তি হতবাক। তিনি দেখতে পান যে, একই মহিলা অন্য একজন পুরুষের হাতে হাত জড়িয়ে দাঁড়িয়ে আছেন এবং একটি বিয়ের আংটি পরে আছেন। সে দিন সন্ধ্যায়, ওই ব্যক্তি যখন মহিলাটিতে টেক্সট করে জিজ্ঞাসা করল যে লোকটি কে, তখন মহিলাটি সেই প্রশ্নটি উপেক্ষা করেন। পরে, যখন ওই ব্যক্তি হোটেলের বারে যান তখন সেই মহিলাকে স্বামীর সঙ্গে দেখতে পান। কিন্তু মহিলাটি স্বামীর উপস্থিতি সত্ত্বেও ওই ব্যক্তির সঙ্গে বারে বারে চোখে চোখ মেলাতে থাকেন।
রেডিট পোস্টটি সকলের মনোযোগ আকর্ষণ করেছে। অনেকই ওই ব্যক্তির প্রতি সহানুভূতি ও উদ্বেগ প্রকাশ করেছেন। একজন ব্যক্তি অনুমান করেছেন, “মনে হচ্ছে ওরা দুটজনেই একটি প্রতারণা চক্র চালাচ্ছিলেন। আপনি হয়তো মারাত্মক বিপদে পড়তে পারতেন। আপনি ভাগ্যবান।”
আরও একজন সতর্ক করে পরামর্শ দিয়েছেন, “কোনও অপরিচিত ব্যক্তিকে কখনই বলবেন না যে আপনি কোথায় থাকেন। তাদের যতই বন্ধুত্বপূর্ণ মনে হোক না কেন।”
তৃতীয়জন যোগ করেছেন, “সে স্পষ্টতই প্রতারণা করেছে। কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি অন্য ভাবে শেষ হতে পারত। পরের বার আরও সতর্ক থাকুন।”
