আজকাল ওয়েবডেস্ক: প্রেমে 'পাগল' হওয়া কি একেই বলে? প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তাঁর প্রতি এত টান যে এক ব্যক্তির বাড়ি পুড়িয়ে দিলেন প্রাক্তন প্রেমিক। প্রায় ১১০০ কিলোমিটার গাড়ি চালিয়ে গিয়ে পেনসিলভেনিয়ায় এক ব্যক্তির বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল মিশিগানের বাসিন্দা হ্যারিসন জোনসের বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ-সহ মোট ছয় দফা অভিযোগ আনা হয়েছে।
সোমবার প্রকাশিত বেনসালেম পুলিশ বিভাগের এক বিবৃতি অনুসারে, গত ১০ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে পেনসিলভানিয়ার বেনসালেমের মারগানসার ওয়ের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা দেখতে পান দোতলা বাড়িটি আগুনে পুড়ে গিয়েছে। বাড়িটির ছয়জন বাসিন্দা কোনও রকমে বেঁচে গিয়েছেন। কয়েকজনকে দোতলার জানালা থেকে লাফ দিয়ে আগুনের হাত থেকে বাঁচতে হয়েছে। আগুনে দু'টি কুকুর মারা গিয়েছে এবং আহত ছয় বাসিন্দাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
তদন্তকারীরা নিশ্চিত হন আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল। কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে পরীক্ষা করে দেখা যায়, বাড়িটির সামনে একটি কালো সেডান থামছে। সেটি থেকে এক ব্যক্তি বাড়ির দিকে হেঁটে যান এবং প্রায় ১৫ মিনিট পরে গাড়িতে ফিরে আসেন। সন্দেহভাজন ওই ব্যক্তি এলাকা থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং বাড়িটিতে আগুন লেগে যায়। গাড়িটির লাইসেন্স নম্বর পরীক্ষা করে দেখা যায় গাড়িটি মিশিগানের রকফোর্ডের এক বাসিন্দার।
তদন্তে পুলিশ জানতে পারে, রকফোর্ডের ঠিকানায় বসবাসকারী যুবক হ্যারিসন জোনস-এর প্রাক্তন প্রেমিকার সঙ্গে মারগানসার ওয়ের বাড়িটির এক ২১ বছর বয়সী যুবকের সম্প্রতি আলাপ হয়। তাঁদের দু'জনের দেখা করা কথাও ছিল। সেই কথা জানতে পেরে যান জোনস। এরপরেই মিশিগান থেকে প্রায় ১১০০ কিমি গাড়ি চালিয়ে পেনসিলভেনিয়ার বেনসালেমের বাড়িটিতে আগুন লাগিয়ে দেন ওই যুবক। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। জোনসের বাসস্থান থেকে তালা খোলার সরঞ্জাব, মোবাইল এবং একটি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে।
