আজকাল ওয়েবডেস্ক: চোরাচালানের অভিনব এক কৌশল ধরা পড়েছে বিমানবন্দরেই। এক যাত্রীর প্যান্টের ভেতর থেকে বেরিয়ে এল একটি জীবন্ত অজগর সাপের বাচ্চা! ঘটনাটি ঘটেছে ব্যান্ডারানাইকে আন্তর্জাতিক বিমানবন্দরে, যখন কাস্টমস কর্মকর্তারা এক যাত্রীকে গন্তব্যে যাওয়ার আগে রুটিন চেকিংয়ের জন্য আটক করেন।  

সূত্রে জানা গেছে, ওই যাত্রী (যার পরিচয় এখনও রহস্যাবৃত) অতিরিক্ত ঘামতে থাকায় সন্দেহবশত তাকে স্ট্রিপ সার্চ করার নির্দেশ দেওয়া হয়। প্যান্টের জিপ খুলতেই হঠাৎ বেরিয়ে আসে একটি ছোট অজগর সাপ, যা দেখে কাস্টমস অফিসার থেকে শুরু করে আশেপাশের সবাই হতবাক! পরে জানা যায়, এটি একটি বিরল প্রজাতির সাপ, যা বন্যপ্রাণী চোরাচালানকারীরা উচ্চমূল্যে বিদেশে পাচার করতে চাচ্ছিল।  

স্থানীয় বন্যপ্রাণী রক্ষাকর্মীরা জানান, এই ধরনের সাপ সাধারণত দক্ষিণ এশিয়ার জঙ্গলে পাওয়া যায় এবং পাচারকারীরা প্রাণীটিকে ড্রাগ বা অন্যান্য নিষিদ্ধ দ্রব্যের মতো করে লুকিয়ে নেওয়ার চেষ্টা করে। "এমন অভিনব পদ্ধতি আগে কখনও দেখিনি," বলেছেন একজন কাস্টমস অফিসার।  

গ্রেপ্তারের পর চোরাচালানকারীকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, আর সাপটিকে স্থানীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই ব্যক্তি কি একা কাজ করছেন, নাকি এর পেছনে কোনো বড় সিন্ডিকেট রয়েছে?  এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে। পাচারকারীরা দিন দিন নতুন নতুন পন্থা অবলম্বন করছে—কখনো জুতার তলায়, কখনো ব্যাগের গোপন পকেটে, আবার কখনো... সরাসরি প্যান্টের ভেতরে!