আজকাল ওয়েবডেস্ক: আট থেকে আশি, জেনারেল নলেজের প্রতি আগ্রহ রয়েছে অনেকেরই। অনেকেই আবার চাকরির পরীক্ষার জন্য জেনারেল নলেজ বাড়াতে প্রচুর পড়াশোনা করেন। কেউ কেউ শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্যেই জিকে নিয়ে আগ্রহ দেখান। নিয়মিত জেনারেল নলেজ নিয়ে পড়াশোনা করলে দেশ-বিদেশের বহু অজানা তথ্য জানা যায়। 

দেশের খবর, খুঁটিনাটি বিষয়ে জ্ঞান থাকলেও, পড়শি দেশের বহু তথ্য অনেকেই জানেন না। তবে পড়শি দেশের খুঁটিনাটি বিষয়েও জ্ঞান থাকা প্রয়োজন। মুরগি, বনমোরগ দেশের মধ্যে প্রায়শই দেখা গেলেও, জানেন কি এটি কোন দেশের জাতীয় পাখি? পরিসংখ্যান বলছে, অধিকাংশই জানেন না বনমোরগ কোন দেশের জাতীয় পাখি। 

বনমোরগ বা জঙ্গল ফাউল হল ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কার জাতীয় পাখি। একে আগে সিলন জঙ্গলফাউল। বনমোরগ ভারতের বিভিন্ন জঙ্গলে দেখা যায়। এই পাখিই শ্রীলঙ্কার জাতীয় পাখি। শ্রীলঙ্কার সমস্ত জঙ্গলেই এর দেখা পাওয়া যায়। 

তথ্য বলছে, বনমোরগ বা জঙ্গল ফাউলের দৈর্ঘ্য কমবেশি ৩৫ সেন্টিমিটার। বনমোরগের ওজন ৫১০-৬৪৫ গ্রাম হয়। এই পাখি সর্বভুক।