আজকাল ওয়েবডেস্ক: কম্পিউটারের যুগে হাতে লেখার চল নেই বললেই চলে। কেউ নকশা বানাতে ভাল পারে, কেউ আবার আঁকার সরঞ্জাম তৈরিতে সিদ্ধহস্ত। এবার সন্ধান মিলল এমন এক পড়ুয়ার যার হাতের লেখা অপূর্ব। 

 

 

সাধারণত বলা হয়ে থাকে, প্রচুর ছাত্র আছে যাঁদের হাতের লেখা সুন্দর তাঁরা সাধারণত ক্রিয়েটিভ চিন্তার হয়ে থাকে। এমনকী সুন্দর হাতের লেখা দেখলে তাঁদের প্রতি বাবা-মা, শিক্ষকদের ভাল ধারণা তৈরি হয়। এরকমই এক ছাত্রী প্রকৃতি মাল্লা যাঁর হাতের লেখা নজর কেড়েছে, দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। 

 

 

সেই হাতের লেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর হাতের লেখা বলেও গৃহীত হয়েছে। প্রশংসাও কুড়িয়েছে নেটিজেনদের। ২০১৭ সালে প্রথম তার হাতের লেখা ভাইরাল হয়ে যায়। স্কুলের একটি প্রজেক্টে তার সেই হাতের লেখা নজর কাড়ে সকলের। সেই সময় প্রকৃতির বয়স ছিল মাত্র ১৪ বছর। তখন সে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার হাতের লেখা এতটাই নজর কেড়েছিল সেটা ইউনাইটেড আরব আমিরশাহী থেকে পুরস্কার জিতেছে। এমনকী নেপালি সশস্ত্র বাহিনি থেকেও পুরস্কার জেতে এই ছোট্ট মেয়ে। ঠিক যেন মুক্ত ঝড়ছে লেখা দিয়ে।